kartik puja 2024: এ বছর কবে কার্তিক পুজো? জেনে নিন দেবসেনাপতির অশেষ মাহাত্ম্য...

kartik puja 2024: হুগলির চুঁচুড়া-বাঁশবেড়িয়া কাটোয়া অঞ্চলের কার্তিক পূজা বিশেষ প্রসিদ্ধ। এছাড়া বাংলার গণিকাসমাজের কার্তিকপুজোও বিশেষ জনপ্রিয়।

| Nov 11, 2024, 19:00 PM IST

জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: কার্তিক মাসকে অত্যন্ত শুভ বলে মানা হয়। ধর্মীয় বিশ্বাস, এই মাসের পূর্ণিমায় চারমাসের যোগ নিদ্রা থেকে জেগে ওঠেন জগতের পালনকর্তা ভগবান বিষ্ণু। আর এই সময়েই পুজো হয় দেবসেনাপতি কার্তিকের। হুগলির চুঁচুড়া-বাঁশবেড়িয়া কাটোয়া অঞ্চলের কার্তিক পূজা বিশেষ প্রসিদ্ধ। এছাড়া বাংলার গণিকাসমাজের কার্তিকপুজোও বিশেষ জনপ্রিয়।

1/6

কার্তিক পূর্ণিমা

এই বছর কার্তিক পূর্ণিমা পড়ছে আগামী ১৫ নভেম্বর। সকাল ৬টা ১৯ মিনিটে। তিথি শেষ হচ্ছে পরদিন ১৬ নভেম্বর রাত ২টো ৫৮ মিনিটে।

2/6

কার্তিক পূর্ণিমা, দেবদীপাবলি, রাসপূর্ণিমা

এবার কার্তিক সংক্রান্তি পড়েছে ১৬ নভেম্বর, শনিবার। পর দিন থেকে শুরু অগ্রহায়ণ মাস। তার আগের দিন ১৫ নভেম্বর একাধারে কার্তিক পূর্ণিমা, দেবদীপাবলি এবং রাসপূর্ণিমা। 

3/6

পুজোর শুভ সময়

কার্তিক পুজোর শুভ সময় ১৬ নভেম্বর ৪.৫৫ থেকে ৬.২৬ পর্যন্ত। এর পরে আবার রাত ৮.০৫ থেকে ১০.১১ পর্যন্ত পুজোর শুভ সময়।

4/6

সন্তানলাভ

প্রচলিত লোকবিশ্বাস, নিষ্ঠা ভরে কার্তিক পুজো করলে অপুত্রকের সন্তানলাভ হয়। সন্তানের মঙ্গল হয়।

5/6

নববিবাহিতদের সঙ্গে

বাংলায় কার্তিক পুজোর সঙ্গে জড়িয়ে রসিকতা। নববিবাহিতদের বাড়িতে অনেকেই কার্তিক ঠাকুর ফেলে মজা করেন।  

6/6

গোপনে

যাঁরা গোপনে কার্তিক ঠাকুর ফেলেন তাঁরাই অবশ্য কিছুটা খরচ দেন। আবার সন্ধেবেলা খেতেও আসেন পুজো বাড়িতে। সব মিলিয়ে একটা মজার পরিবেশ।