1/5
আইপিএল কবে
2/5
আইপিএল কবে
photos
TRENDING NOW
3/5
আইপিএল কবে
4/5
আইপিএল কবে
আইপিএলের প্রথম পর্বে হয় ৫৬টি ম্যাচ। তার পর প্লে-অফের চারটি ম্যাচ। ৬০টি ম্যাচের জন্য সময় থাকে দুমাস। আইপিএলের সময় আন্তর্জাতিক ক্রিকেটে ঠাঁসা সূচি থাকে না। কিন্তু এবার ক্রোড়পতি লিগ পিছিয়ে যাওয়ায় মহাফ্যাসাদে পড়েছে বিসিসিআই। কারণ, জুন-জুলাই মাস থেকে আন্তর্জাতিক ক্রিকেটে ঠাঁসা সূচি। ফলে বিদেশি ক্রিকেটারদের অনেকেই জাতীয় দলের হয়ে খেলতে চলে যাবেন।
5/5
আইপিএল কবে
১৫ এপ্রিল, ২১ এপ্রিল, ২৫ এপ্রিল, ১ মে ও ৫ মে- এই পাঁচটি টুর্নামেন্ট শুরুর সম্ভাব্য তারিখ হতে পারে বলে মনে করা হচ্ছে। ইতিমধ্যে ১৭ দিন পিছিয়েছে টুর্নামেন্ট। আরও পিছিয়ে গেলে সূচিতে সামঞ্জস্য রাখতে বিসিসিআই-এর সমস্যা বাড়তে পারে। প্রসঙ্গত, ২০০৯ সালে যেবার দক্ষিণ আফ্রিকায় আইপিএল অনুষ্ঠিত হয়েছিল সেবার ৩৭ দিনে টুর্নামেন্ট শেষ হয়েছিল।
photos