Basirhat Sangrampore Kali: আশ্চর্য! ঘন ঘোর রাতে রাজা দেখলেন গভীর বনের ভিতর থেকে আলো ঠিকরে বেরোচ্ছে...

Basirhat: বসিরহাট শহরের গাঁ ঘেঁষে চলে গিয়েছে ইছামতী নদী। সেই নদীর এক পাড়ে সংগ্রামপুর কালীবাড়ি।

| Oct 27, 2024, 15:34 PM IST

জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: বসিরহাট শহরের গাঁ ঘেঁষে চলে গিয়েছে ইছামতী নদী। সেই নদীর এক পাড়ে সংগ্রামপুর কালীবাড়ি। ইছামতীর তীরে মানসিংহের সঙ্গে বাংলাদেশের যশোরের রাজা প্রতাপাদিত্যের যুদ্ধ হয়। কথিত আছে, সেই থেকে এই জায়গার নাম হয় সংগ্রামপুর।

1/8

রাজা কৃষ্ণচন্দ্র

সে সময়ে ইছামতীর তীরে সংগ্রামপুরে ঘন জঙ্গলের মধ্যে ছিল কালীর থান। কালীভক্ত রাজা কৃষ্ণচন্দ্র একদিন ইছামতীর বুকে নৌকো বিহারের বেরিয়ে সংগ্রামপুরের কাছে নোঙর করেন। (ছবি ও তথ্য: বিমল বসু)

2/8

জঙ্গলে আলো

সেই রাতে তিনি স্বপ্ন দেখেন, ইছামতীর উত্তর দিকের জঙ্গলের মধ্যে আলো ঠিকরে বেরোচ্ছে। (ছবি ও তথ্য: বিমল বসু)

3/8

গভীর জঙ্গলে

পরের দিন রাজা তাঁর লোক-লস্কর নিয়ে গভীর জঙ্গলে ঢুকে এক জায়গায় কালি মন্দিরের থানা দেখতে পান সে খানেই কালি মন্দির নির্মাণ করে দক্ষিণাকালীর মূর্তি প্রতিষ্ঠা করেন। (ছবি ও তথ্য: বিমল বসু)

4/8

পাঁচশো বছর পেরিয়েছে

বসিরহাট সংগ্রামপুরে দক্ষিণাকালী প্রতিমার পুজো পাঁচশো বছর পেরিয়েছে। এই মন্দির নিয়ে জড়িয়ে আছে অনেক কাহিনী ও কিংবদন্তি। (ছবি ও তথ্য: বিমল বসু)

5/8

১ মাইলের মধ্যে কালীপুজো নয়

সংগ্রামপুরে অন্য সময় ও  শ্যামা পুজোর দিনেও মন্দিরের এক মাইলের মধ্যে প্রতিমা গড়ে কালীপুজো হয় না। (ছবি ও তথ্য: বিমল বসু)  

6/8

গভীর রাতে ঘুরে বেড়ান মা

ভক্তদের বিশ্বাস, মা কালী এখানে লাল পাড় শাড়ি পরে ভক্তদের খোঁজ নিতে গভীর রাতে ঘুরে বেড়ান। (ছবি ও তথ্য: বিমল বসু)

7/8

দক্ষিণাকালী পুজো

এখনও দক্ষিণা কালী পুজোয় মাটির হাঁড়িতে ভোগ রান্না করার রীতি। ভোগ বলতে মটর ডাল, কচুর মুখী আর এঁচোড়-চিংড়ির সঙ্গে সাদা ভাত। শ্যামা পুজোর দিনে রাতে পাঁঠা বলি দেখতে মন্দির প্রাঙ্গণে ভিড় জমান হাজার হাজার মানুষ। (ছবি ও তথ্য: বিমল বসু)

8/8

বিভিন্ন প্রান্ত থেকে

সারা বছর বসিরহাটে বিভিন্ন প্রান্ত, এমনকি বাইরে থেকেও হাজারো ভক্ত পুজো দিতে এই মন্দিরে আসেন। (ছবি ও তথ্য: বিমল বসু)