EXPLAINED | Highest T20 Total | SMAT: ২০ ওভারে ৩৪৯ রান! উড়ল ৩৭ ছয়, বিষ্যুত্বারে বিশ্বরেকর্ড ভারতেই...
Syed Mushtaq Ali Trophy: সৈয়দ মুস্তাক আলি ট্রফিতে হয়ে গেল বিশ্বরেকর্ড! বরোদা-সিকিমের খেলায় রেকর্ডের পর রেকর্ড...
1/5
বরোদা বনাম সিকিম
2/5
টি-টোয়েন্টি ক্রিকেটের সর্বাধিক রান
photos
TRENDING NOW
3/5
এক টি-টোয়েন্টি ইনিংসে সবচেয়ে বেশি ছয়
4/5
বরোদা বনাম সিকিম
বরোদা বনাম সিকিমের খেলার স্কোরও জেনে নিন ছোট করে। বরোদা এদিন ব্যাট করতে নেমে ৬ ওভারে ২ উইকেট হারিয়ে ১০৮ রান তুলে ফেলেছিল। ওপেনার অভিমন্য়ু সিং ১৭ বলে ঝোড়ো ৫৩ রানের ইনিংস খেলে ফেরেন। অপর ওপেনার শ্বাশ্বত রাওয়াত ১৬ বলে ৪৩ রানের ইনিংস খেলেছেন। তিনে নেমে ভানু পানিয়া তাণ্ডবলীলা চালিয়েছেন। ৫১ বলে অপরাজিত ১৩৪ রানের ইনিংস খেলেছেন তিনি। ১৫টি ছয় ও ৫টি চার মেরেছেন তিনি। চারে নামা শিবালিক শর্মা (১৭ বলে ৫৫) ও পাঁচে নামা ভি সোলাঙ্কি (১৬ বলে ৫০) অর্ধ-শতরানের ইনিংস খেলেছেন। বরোদার রান তাড়া করতে নেমে সিকিম মাত্র ৮৬ রানে গুটিয়ে যায়। বরোদা জেতে ২৬৩ রানে।
5/5
দেখে নিন টি-টোয়েন্টি ক্রিকেটে সর্বাধিক রানের তালিকা
photos