করোনার থাবা স্প্যানিশ ফুটবলে, প্রাণঘাতী ভাইরাসে আক্রান্ত মেসির কিংবদন্তি সতীর্থ
Jul 25, 2020, 16:05 PM IST
1/5
বার্সেলোনার বহু যুদ্ধের নায়ক জাভি হার্নান্ডেজ করোনায় আক্রান্ত। মেসির কিংবদন্তী সতীর্থ জানিয়েছেন, তাঁর শারীরিক অবস্থা এখন একটু ভাল আছে। তবে আগামী কয়েকদিন তিনি সেলফ আইসোলেশন-এ থাকবেন।
2/5
জাভি এখন আল সাদ ক্লাবের ম্যানেজার হিসাবে দায়িত্ব সামলাচ্ছেন। ক্লাবের চলতি সপ্তাহের ম্যাচে তিনি থাকতে পারবেন না দুঃখপ্রকাশ করেছেন।
photos
TRENDING NOW
3/5
বিশ্বকাপজয়ী স্প্যানিশ মিডফিল্ডারের সঙ্গে আরো এক বছরের জন্য চুক্তির মেয়াদ বাড়িয়েছে কাতারের ক্লাব আল সাদ।
4/5
দিনকয়েক আগে জল্পনা শোনা যাচ্ছিল, জাভি আবার বার্সার ফিরতে পারেন। তবে জাভি নিজে এই নিয়ে কিছুই বলেননি।
5/5
কাতার স্টার লিগ পুনরায় শুরুর আগে প্রতিটি ফুটবলার, কোচ ও সাপোর্ট স্টাফের করোনা টেস্ট হয়। সেই টেস্টের রিপোর্টে জাভি পজিটিভ হয়েছেন।