খরচ মাত্র ৪০০ টাকা; এক ঘণ্টায় ফল, করোনা টেস্টের সস্তা মেশিন তৈরি করল IIT খড়গপুর
Jul 25, 2020, 15:19 PM IST
1/6
ক্রমাগত টেস্ট ও রোগী চিহ্নিত করা। এটাই এখন সংক্রমণ ঠেকানোর উপায় বলে মনে করছেন। বিশেষজ্ঞরা। কিন্তু সরকারি হাসপাতাল ছাড়া টেস্টের খরচ অনেক। টেস্ট করানোর ঝক্কিও বিস্তর। এরকম এক অবস্থায় আশার আলো দেখাল খড়গপুর আইআইটি। তথ্য ও ছবি-শ্রেয়শী গঙ্গোপাধ্যায়।
2/6
মাত্র ২০০০ টাকার একটি মেশিন দিয়েই করোনা টেস্ট সম্ভব। এমনটাই দাবি করেছে খড়গপুর আইআইটি। তথ্য ও ছবি-শ্রেয়শী গঙ্গোপাধ্যায়।
photos
TRENDING NOW
3/6
আইআইটির দাবি, ওই মেশিনে করোনা টেস্ট করতে খরচ মাত্র ৪০০ টাকা। আর রেজাল্ট পাওয়া যাবে মাত্র ১ ঘণ্টার মধ্যে। তথ্য ও ছবি-শ্রেয়শী গঙ্গোপাধ্যায়।
4/6
আইআইটির বিজ্ঞানী ও ছাত্র মিলে তৈরি করেছেন ওই মেশিন। যে কোনও পরিবেশে ও খুব অল্প ভোল্টেজে কাজ করবে ওই মেশিন। তথ্য -শ্রেয়শী গঙ্গোপাধ্যায়।
5/6
টেস্টের জন্য কোনও বিশেষজ্ঞ লাগবে না। রেজাল্ট চলে আসবে সরাসরি মোবাইল অ্যাপে। সেখানেই বলা থাকবে রিপোর্ট পজিটিভ নাকি নেগেটিভ, নাকি ফের একবার টেস্ট করতে হবে। তথ্য-শ্রেয়শী গঙ্গোপাধ্যায়।
6/6
ল্যাবে সিন্থেটিক নমুনা দিয়ে টেস্ট করে দেখা গিয়েছে রিপোর্টে অ্যাকুইরেসি একশো শতাংশ। তথ্য -শ্রেয়শী গঙ্গোপাধ্যায়।