টানা ৫ দিন বন্ধ থাকবে ব্যাঙ্ক, সেরে নিন জরুরি কাজ

Mar 25, 2018, 19:24 PM IST
1/10

before wednes

হাতে নগদ টাকা তেমন নেই অথবা ব্যাঙ্কের জরুরি কাজকর্ম বাকি?

হাতে নগদ টাকা তেমন নেই অথবা  ব্যাঙ্কের জরুরি কাজকর্ম বাকি?

2/10

atms

বুধবারের আগেই কাজ সেরে নিতে হবে যাবতীয় কাজকর্ম।

বুধবারের আগেই কাজ সেরে নিতে হবে যাবতীয় কাজকর্ম। 

3/10

long off

বুধবারের পর ৫ দিন ধরে ছুটি থাকবে ব্যাঙ্ক। ফলে দরকারি কাজ করতে পারবেন না গ্রাহকরা।

বুধবারের পর  টানা ৫ দিন বন্ধ থাকবে ব্যাঙ্ক। ফলে দরকারি কাজ করতে পারবেন না গ্রাহকরা।

4/10

1st april

বৃহস্পতিবার অর্থাত্ ২৯ মার্চ মহাবীর জয়ন্তী।

বৃহস্পতিবার অর্থাত্ ২৯ মার্চ মহাবীর জয়ন্তী। তবে পশ্চিমবঙ্গে ব্যাঙ্ক বন্ধ থাকবে না। উত্তরপ্রদেশ, হরিয়ানার মতো রাজ্যে ওই দিন ব্যাঙ্কে ছুটি।

5/10

saturday and sunday

শুক্রবার গুড ফ্রাই ডে।

শুক্রবার গুড ফ্রাই ডে। 

6/10

good friday

শনি ও রবিবার ব্যাঙ্কের ছুটি।

শনি ও রবিবার ব্যাঙ্কের ছুটি। 

7/10

mahabir

১ এপ্রিল থেকে শুরু হচ্ছে নতুন আর্থিক বছর। ফলে ২ এপ্রিল অর্থাত্ সোমবার ব্যাঙ্কের বার্ষিক ছুটি।

১ এপ্রিল থেকে শুরু হচ্ছে নতুন আর্থিক বছর। ফলে ২ এপ্রিল অর্থাত্ সোমবার ব্যাঙ্কের বার্ষিক ছুটি। 

8/10

5 days

বুসবমিলিয়ে সামনের বুধবারে পর থেকে লম্বা ছুটিতে ব্যাঙ্ক। খুলবে একেবারে পরের সপ্তাহের মঙ্গলবার।

সবমিলিয়ে সামনের বুধবারের পর থেকে লম্বা ছুটিতে ব্যাঙ্ক। খুলবে একেবারে পরের সপ্তাহের মঙ্গলবার। 

9/10

before wednes

তবে ব্যাঙ্ক বন্ধ থাকলেও এটিএম খোলা থাকবে।

তবে ব্যাঙ্ক বন্ধ থাকলেও এটিএম খোলা থাকবে।

10/10

bank hand

কথায় বলে সাবধানের মার নেই। ব্যাঙ্কে টানা ছুটি থাকায় এটিএমে নগদের ঘাটতিও দেখা দিতে পারে। তাই আগে থেকেই প্রস্তুতি নিয়ে নিন...

কথায় বলে সাবধানের মার নেই। ব্যাঙ্কে টানা ছুটি থাকায় এটিএমে নগদের ঘাটতিও দেখা দিতে পারে। তাই আগে থেকেই প্রস্তুতি নিয়ে নিন...