যাত্রী নেই, বন্ধ হল লোকসানে চলা বাংলাশ্রী

Feb 25, 2019, 15:19 PM IST
1/7

যাত্রী নেই। লোকসানে চালাতে হচ্ছিল বাস। অবশেষে বাংলাশ্রী বন্ধ করার সিদ্ধান্ত নিল ২ পরিবহন নিগম।

2/7

একদিকে ৩৪ নম্বর জাতীয় সড়কের বেহাল দশা ও ফরাক্কা ব্রিজের সংস্কার। দুয়ের ফলে দ্বিগুণ বেড়েছিল তেলের খরচা।

3/7

অন্যদিকে, যানজটের কারণে সেভাবে যাত্রী মিলছিল না। ভাড়া কমানো হয়েছিল।  কিন্তু তাতেও কিছু লাভ হয়নি।  

4/7

শেষমেশ শিলিগুড়ি, জলপাইগুড়ি, কোচবিহার, আলিপুরদুয়ার, রায়গঞ্জ, বালুরঘাট ও মালদহ রুটে বাংলাশ্রী বন্ধ হল পরিষেবা।

5/7

কোটি টাকার আধুনিক ভলভো বাস, যাত্রীহীনভাবে পড়ে রয়েছে।

6/7

প্রসঙ্গত, শুরু থেকেই ধুঁকছিল বাংলাশ্রী। হাতে গোনা কয়েকটি রুট ছাড়া সেভাবে আর কোনও রুট-ই সাফল্যের মুখ দেখেনি।  

7/7

যাত্রীদের প্রথম অভিযোগ ছিল চড়া ভাড়া। ভাড়া কমানো হয়েছিল। কিন্তু তারপরেও হাল ফেরেনি। পাশাপাশি, বাংলাশ্রীর সময়সূচিও সুবিধাজনক নয় বলে জানিয়েছিলেন যাত্রীরা।