IND vs BAN: 'আমরা জানি না কীভাবে ১৮০ করতে হয়, ১০ বছর ধরে সেই একরকম খেলছি'!
Skipper Najmul Hossain Shanto On India vs Bangladesh, 1st T20I: প্রথম ম্য়াচ হারার পরেই বাংলাদেশ অধিনায়ক স্বীকার করে নিলেন যে, তাঁর দল একেবারেই টি-২০ ক্রিকেট খেলতে পারে না!
1/5
ভারত-বাংলাদেশ প্রথম টি-২০ ম্য়াচের পর নাজমুল হোসেন শান্ত
2/5
নাজমুল হোসেন শান্ত
photos
TRENDING NOW
3/5
নাজমুল হোসেন শান্ত
'আমরা ঘরের মাঠে ১৪০-১৫০ রানের উইকেটে খেলি। আমাদের ব্যাটাররা তো ১৮০ রান করতেই জানে না। আমি শুধু উইকেটকেই দায়ী করব না, আমাদের দক্ষতা ও মানসিকতা বিবেচনা করতে হবে। আমি বলব না যে, আমরা খারাপ খেলেছি। আমরা এর চেয়ে ভালো দল। আমরা দীর্ঘদিন ধরে এই ফরম্যাটে ভালো করতে পারিনি, তবে আমি বিশ্বাস করি না যে, আমরা দল হিসেবে এত খারাপ দল!'
4/5
নাজমুল হোসেন শান্ত
5/5
পাওয়ারপ্লে নিয়ে নাজমুল হোসেন শান্ত
'পাওয়ারপ্লে অবশ্যই চিন্তার বিষয়। আমরা খেলার আগে যে পদ্ধতির নিয়ে কথা বলেছি, ব্যাট হাতে ভালো শুরু করতে পারলেই তা সফল হবে।আমাদের প্রথম ছয় ওভারে উইকেট ধরে রাখতে হবে এবং রান করতে হবে। নাহলে যারা পরে আসছে, তাদের জন্য খুব চ্যালেঞ্জিং হয়ে ওঠে। আমরা পাওয়ারপ্লেতে ধুঁকেছি। পাওয়ার প্লেতে যারা ব্যাট করছে তাদের আরও দায়িত্ব নিতে হবে।'
photos