জলপথে জুড়ছে দুই দেশ, সেপ্টেম্বর থেকেই ভারত-বাংলাদেশ নৌ-চলাচল শুরু

Aug 27, 2020, 19:06 PM IST
1/5

প্রথমবার বাংলাদেশের সঙ্গে নৌপথে যুক্ত হচ্ছে ত্রিপুরা। বাংলাদেশের দাউদকান্দি ও ত্রিপুরার সোনামুড়ার মধ্যে অভ্যন্তরীণ নৌচলাচল শুরু হবে সেপ্টেম্বরের প্রথম সপ্তাহ থেকে। সোনামুড়া থেকে সড়কপথে আগরতলায় যাবে বাংলাদেশ থেকে আসা পণ্য। 

2/5

ত্রিপুরার মু্খ্যমন্ত্রী বিপ্লব দেব দুই দেশের মধ্যে এই নৌচলাচলের কথা ফেসবুক পোস্ট করে জানিয়েছেন। ৫০ টন পণ্য বহনকারী ছোট জাহাজ এই পথে চলবে। 

3/5

দাউদকান্দি থেকে সোনামুড়ার দূরত্ব ৯৩ কিলোমিটার। তবে এই পথে ট্রানজিট বা ট্রান্সশিপমেন্ট সুবিধা পাওয়া যাবে না। মূলত সরাসরি পণ্য আমদানি-রপ্তানির রুট হবে এটি।

4/5

মোট ৯৩ কিমি পথের ৮৯.৫ কিমি পড়েছে বাংলাদেশের অংশে। গোমতী নদীপথে ত্রিপুরার সিপাহিজলা জেলার সোনামুড়া থেকে বাংলাদেশের কুমিল্লার দাউদকান্দি পর্যন্ত পণ্য আমদানি-রপ্তানি হবে। 

5/5

গোমত নদীতে সারা বছরই জল থাকে। ফলে বছরের যে কোনও সময় পণ্য আনা-নেওয়া করা যাবে বলে মনে করা হচ্ছে। দাউদকান্দি থেকে জলপথে মুরাদনগর, দেবীদ্বার, ব্রাহ্মণপাড়া, বুড়িচং, কুমিল্লা সদর ও বিবিরবাজার হয়ে সোনামুড়ায় পণ্য আসবে। তার পর সড়কপথে সেই পণ্য চলে যাবে আগরতলায়।