বিগত প্রজন্মের ফোকর চাপা দিয়ে বসে আছে আগামী

Mar 29, 2019, 23:53 PM IST
1/5

বেঁচে থাক মানবতা... বিধ্বংসী আগুনের মধ্যে ছোট্ট ছেলেটি যেন এক টুকরো নবীন প্রাতের আলো। ঢাকার বনানীতে অগ্নিকাণ্ডের পর সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়েছে নইম ইসলামের ছবি।   

2/5

বৃহস্পতিবার দুপুর ১টা নাগাদ আগুন লাগে বনানীর কামাল আতাতুর্ক এভিনিউয়ের এফআর টাওয়ারে। মৃত্যু হয় বহু মানুষের। উপর থেকে ঝাঁপ দেন অনেকেই। আর ঠিক সেই মুহূর্তেই মানবতার বার্তা দিল এক কিশোর। 

3/5

ঘটনাস্থলেই ছিল নইম ইসলাম। দমকলের একটি ইঞ্জিনের পাইপের ফাটা জায়গা থেকে বেরিয়ে যাচ্ছিল জল। সেই জল আটকাতে প্রাণপণ চেষ্টা করেছে নইম। সামান্য উদ্যোগ অথচ অবক্ষয়ের সমাজে মানবতাকে আরও একবার তুলে ধরল নইম। 

4/5

কবি লুত্ফর রহমান রিটন ছেলেটিকে নিয়ে লিখে ফেলেছেন একটি কবিতা।'অজস্র উৎসাহী বলদের ভিড়ে' শীর্ষক কবিতায় কবি লিখেছেন, ধন্য বালক তুইই, মানুষের মুখ তোকে ভালোবাসা দিতে আমি উন্মুখ...বাবা তোর চোখে মুখে স্বপ্নরা নাচে, তুই বেঁচে থাকলেই মানবতা বাঁচে...  

5/5

বরিশালের নইম থাকে ঢাকার বউ বাজার এলাকায়। তার বাবা নারকেল বিক্রেতা, মা পরিচারিকার কাজ করেন। নইমের একটি ছোট বোনও রয়েছে।