Durga Puja 2023: হোমস্টে'র জানলা খুললেই বরফমোড়া পাহাড় চান? পুজোয় চলুন ফুলরঙিন এই ঠিকানায়...

Puja Tour in Jalpaiguri: পুজো মানেই গতে বাঁধা জীবন ছেড়ে ঘুড়ির মতোই উড়ুউড়ু করে ঘুরে বেড়ানো। ইচ্ছে করে পুজোর ছুটির ক'টা দিন কাটুক হয় সমুদ্রে, না-হয় পাহাড়, কিংবা জঙ্গলে।

| Oct 11, 2023, 16:35 PM IST

প্রদ্যুৎ দাস: পুজো মানেই গতে বাঁধা জীবন ছেড়ে ঘুড়ির মতোই উড়ুউড়ু করে ঘুরে বেড়ানো। ইচ্ছে করে পুজোর ছুটির ক'টা দিন কাটুক হয় সমুদ্রে, না-হয় পাহাড়, কিংবা জঙ্গলে। সেকথা মাথায় রেখেই পর্যটকদের জঙ্গলের অ্যাডভেঞ্চারের স্বাদ দিতে সম্প্রতি জলপাইগুড়ি ময়নাগুড়ির মোয়ামারিতে তৈরি হয়েছে 'বাম্বুহাট'। 

1/8

বাঁশবাড়ি

এ কোনও হাটবাজার নয়। এ হল বাঁশের তৈরি বাড়ি-- বাঁশবাড়ি। পর্যটকদের রাত কাটাবার জন্য সুন্দর এক হোম স্টে। 

2/8

অনেক সবুজ

হোম স্টে'র চারদিকে গ্রাম্য সবুজ পরিবেশ। মধ্যে উঁকি মারছে উঁচু উঁচু ঘর। ঘরগুলির জানলা খুললেই কাঞ্চনজঙ্ঘা! ঘুম থেকে উঠেই দেখা মিলবে একঝাঁক রঙরঙিন পাখির। 

3/8

জলপাইগুড়ির বাঁশ

বাঁশ দিয়েই তৈরি হয়েছে গোটা হোম স্টে। যেসব আসবাবপত্র এখানে রয়েছে সেসবই বাঁশের। মূলত উত্তরবঙ্গ তথা জলপাইগুড়ির বাঁশকেই এখানে প্রাধান্য দেওয়া হয়েছে।

4/8

পুকুরের মাছ, ঢেঁকিছাঁটা চাল

চা থেকে শুরু করে ডিনার-- সব খাবারই গ্রাম থেকে তুলে আনা শাকসবজি, পুকুরের মাছ, ঢেঁকিছাঁটা চাল দিয়ে তৈরি। কাঠের উনুনে তৈরি খাবার কাছে পৌঁছে যাবে পর্যটকের হাতে। 

5/8

স্বপাক-সুখ

তবে যদি কোনও পর্যটক নিজের হাতে খাবার তৈরি করে নিতে চান, থাকছে সেই ব্যবস্থাও। 

6/8

আকাশপথে বাগডোগরা

সুন্দর এই বাঁশবাড়িতে কী ভাবে যাবেন? এই হোম স্টেতে আসতে হলে আপনাকে বিমানে করে বাগডোগরা বিমানবন্দরে এসে তারপর প্রায় ৭৫ কিলোমিটার সড়কে। 

7/8

ট্রেনে নিউ জলপাইগুড়ি

আর ট্রেনে এলে নিউ জলপাইগুড়ি স্টেশন নেমে সেখান থেকে প্রায় ৬৫ কিলোমিটার দূরে ময়নাগুড়ি স্টেশনে এসে, সেখান থেকে মাত্র ৫ কিলোমিটার। কেউ যদি জলপাইগুড়ি রোড স্টেশন আসতে চান, তাহলে সেখান থেকেও যাওয়া যাবে। প্রায় ২০ কিলোমিটার দূরে। 

8/8

পর্যটকদের মুখ চেয়ে

পুজোয় জলপাইগুড়িতে পর্যটকদের ঘুরতে আসা প্রসঙ্গে জেলাশাসক শ্যামা পারভিন জানান, বন দফতর এবং চা-বাগান কর্তৃপক্ষের সহযোগিতায় জেলা প্রশাসন পর্যটকদের জঙ্গলভ্রমণের পাশাপাশি চা-বাগান এবং জেলার বিভিন্ন ধর্মীয়স্থানেও ঘোরানোর ব্যবস্থা করবে।