কাশ্মীরের লাইসেন্স নিয়ে বাংলায় BJP-র মিছিলে পিস্তল হাতে ছিলেন বলবিন্দর

Oct 08, 2020, 21:16 PM IST
1/5

নিজস্ব প্রতিবেদন: আগ্নেয়াস্ত্র-সহ বিজেপির মিছিল থেকে জিটি রোডে ধরা পড়েছেন বলবিন্দর সিং। বিজেপির দাবি, তাঁর কাছে আগ্নেয়াস্ত্রের লাইসেন্স ছিল। তদন্তে পুলিস জানতে পেরেছে, লাইসেন্স থাকলেও এ রাজ্যে তা বৈধ নয়।

2/5

৯ এমএম পিস্তল নিয়েই বিজেপির নবান্ন অভিযানে মিছিলে এসেছিলেন বলবিন্দর সিং। জিটি রোডে তাঁকে গ্রেফতার করেন আসানসোলের এসিপি তথাগত পাণ্ডে। পুলিস জানতে পেরেছে, বিজেপি নেতা প্রিয়াংশু পাণ্ডের দেহরক্ষী বলবিন্দর সিং।

3/5

সাংবাদিক বৈঠকে এনিয়ে প্রশ্ন করা হয়েছিল বিজেপির রাজ্য সভাপতি দিলীপ ঘোষকে। তাঁর ব্যাখ্যা, বন্দুকটি এক বিজেপি নেতার দেহরক্ষীর। তাঁর কাছে লাইসেন্সও আছে। 

4/5

লাইলেন্স থাকলেও আগ্নেয়াস্ত্র নিয়ে কি মিছিলে সামিল হওয়া যায়? পুলিস সূত্রের খবর, বলবিন্দরের আগ্নেয়াস্ত্রের লাইসেন্স রয়েছে। তবে তা অনুমোদন করেছেন জম্মু-কাশ্মীরের রাজৌরির জেলাশাসক। তা ওই রাজ্যের চৌহদ্দিতেই সীমাবদ্ধ। বাংলার ক্ষেত্রে প্রযোজ্য নয়।

5/5

বলবিন্দর তো বিজেপি নেতার দেহরক্ষী ছিলেন। তাহলে আপত্তি কোথায়? পুলিস সূত্রে খবর- নিয়ম হল, শান্তিপূর্ণ মিছিলে দেহরক্ষী আগ্নেয়াস্ত্র নিয়ে থাকলে আগে থেকে স্থানীয় থানার অনুমতি নিতে হয়। তেমন কোনও নথিই দেখাতে পারেননি বলবিন্দর। ফলে বেআইনিভাবে আগ্নেয়াস্ত্র নিয়ে মিছিলে ছিলেন ওই যুবক।