ঘটনাস্থলে যান দমকলমন্ত্রী সুজিত বসু। মৃতদের পরিবারের সঙ্গে কথা বলেন তিনি।
photos
TRENDING NOW
3/5
দ্রুত রিপোর্ট জমা দেওয়ার নির্দেশ
ঘটনার ফরেন্সিক তদন্ত করে দ্রুত রিপোর্ট জমা দেওয়ার নির্দেশ দিয়েছেন দমকলমন্ত্রী।
4/5
মজুদ ছিল বারুদ
বাড়িতে মজুত ছিল বারুদ সহ অতি দাহ্য পদারররথ। কিন্তু এখানে আগুন নেভানোর কোনও ব্যবস্থা ছিওনা। এই চত্তরে বাজি এইভাবেই তৈরি হয় কিন্তু আগুন নেভানোর ব্যবস্থা ছিল না।
5/5
কী বললেন মন্ত্রী?
দম কলমন্ত্রী সুজিত বসু জানিয়েছেন, 'এটি কুটির শিল্প। তবু চেষ্টা হবে। যে সমস্ত লাইসেন্সবিহীন ব্যবসায়ী যাদের আলাদা করে ব্যবসা করার জায়গা নেই এবং বাড়িটাই যাদের কারখানা তাঁদেরকে যদি কোনও একটা জায়গায় আলাদা করে দেওয়া যায়'।