জলের দামে চার চাকা, ৪৩ কিমি/লিটার মাইলেজ নিয়ে বাজারে এল 'ছোটা কার'

| Apr 18, 2019, 14:43 PM IST
1/5

বাজারে এল Bajaj-এর Qute

বাজারে এল  Bajaj-এর Qute

২১৬ সিসির গাড়ি। ওজন ৪৫২ কেজি। চাইলে ব্যক্তিগত কাজে ব্যবহার করতে পারেন। আবার ব্যবসায়িক কাজে ব্যবহারের জন্যও অনুমতি পেতে পারেন। আর দাম? একেবারে জলের দর য়াকে বলে। 

2/5

বাজারে এল Bajaj-এর Qute

বাজারে এল  Bajaj-এর Qute

Bajaj-এর Qute মডেল নিয়ে হইচই পড়েছে চারপাশে। পেট্রোল ও সিএনজি-দুই ভার্সনে বাজারে এল এই মডেল। ভারতে প্রথম কোয়াড্রিসাইকেল (নতুন ধরনের চার চাকার গাড়ি যা আসলে অটো রিক্সার চার চাকা সংস্করণ) ক্যাটাগরির গাড়ি আনল বাজাজ। 

3/5

বাজারে এল Bajaj-এর Qute

বাজারে এল  Bajaj-এর Qute

২.৪৮ হাজার টাকায় (এক্স-শোরুম প্রাইজ) পাওয়া যাবে পেট্রোল ভার্সন। সিএনজি ভার্সন-এর দাম ২.৭৮ ()এক্স শোরুম প্রাইজ)। গুজরাট, কেরালা, রাজস্থান, উত্তরপ্রদেশ ও ওড়িশায় আগেই লঞ্চ করেছিল Bajaj Qute। এবার মহারাষ্ট্রে লঞ্চ করল বাজাজ-এর এই নতুন কোয়াড্রিসাইকেল মডেল। 

4/5

বাজারে এল Bajaj-এর Qute

বাজারে এল  Bajaj-এর Qute

এক লিটার পেট্রোলে ৪৩ কিমি মাইলেজ দেবে Bajaj Qute। এমনই দাবি করেছ সংস্থাটি। 

5/5

বাজারে এল Bajaj-এর Qute

বাজারে এল  Bajaj-এর Qute

২০১২ সালে আরই৬০ নাম দিয়ে কিউট-কে এক অটো এক্সিবিশন-এ জসমক্ষে এনেছিল বাজাজ। তখন ভারতের রাস্তায় কোয়াড্রিসাইকেল চালানোর অনুমতি ছিল না। এত বছর অপেক্ষা করার পর এতদিনে এই মডেল লঞ্চ করার অনুমতি পেল বাজাজ। অবশ্য শর্তসাপেক্ষে। কেন্দ্রীয় সরকারের সড়ক যোগাযোগ ও জাতীয় সড়ক মন্ত্রক জানিয়েছে, এক্সপ্রেস বে-তে চালানো যাবে না বাজাজের এই মডেল-এর গাড়ি।