পুড়ে গিয়েছে সব, চোখের জলে শেষ সম্বল খুঁজতে পোড়া জায়গা হাতড়াচ্ছে হাজারি বস্তির মানুষ

Jan 15, 2021, 12:48 PM IST
1/9

নিজস্ব প্রতিবেদন: রাতের অন্ধকার ম্লান হতেই পোড়া ঘরে শেষ সম্বল খুঁজতে পৌঁছে গিয়েছে হাজারি বস্তির মানুষ। যদি কিছু বেচে থাকে, সেই আশা নিয়ে ছাই ঘাঁটছে তাঁরা। কারর কাঠামো রয়েছে, কিন্তু নেই বাকি অংশ। কারর বাড়ি আগুনের লেলিহান শিখা ও দমকলের হোস পাইপের জলের ধাক্কায় মাটিতে মিশে গিয়েছে। সেখানেই জীবন চালানোর বাকি সম্বল খুঁজতে হাতরাচ্ছে হাজারি বস্তির মানুষ। 

2/9

শুক্রবার, ঘটনাস্থলে এসে পৌঁছেছেন কলকাতা পুরসভার কর্মীরা। চলছে পরিষ্কার করার কাজ। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আশ্বাস দিয়েছেন,যাঁদের যে স্থানে ঘর ছিল তাদের সেখানেই ঘর বানিয়ে দেওয়া হবে।   

3/9

আপাতত, তাদের জন্য অস্থায়ী থাকার ব্যবস্থা করা হয়েছে পুরসভা তরফে। 

4/9

হাজারি বস্তির গায়ে  লাগোয়া উইমেন্স কলেজে সম্প্রতি ঘরহীন মানুষ গুলোর থাকার ব্যবস্থা করা হয়েছে। 

5/9

সেখানেই তাঁদের খেতে দেওয়া হচ্ছে। 

6/9

কিন্তু প্রশ্ন অন্য জায়গায়, সমস্ত দরকারি কাগজ পুড়ে গিয়েছে। এমনকি মাধ্যমিক উচ্চমাধ্যমিক দেওয়া ছাত্র ছাত্রীদের বই ও রেজিস্ট্রেশন কার্ড পুড়ে গিয়েছে। তাদের কী হবে? 

7/9

ZEE 24 Ghantaর ক্যামেরায় ধরা পড়েছে, ছাই থেকে সোনা খুঁজছে হাজারি বস্তির মানুষ। একজন জানিয়েছেন, গাড়ির কিস্তি জমা দেওয়ার জন্য ৫০,০০০ টাকা তোলা ছিল ঘরে, সব পুড়ে গিয়েছে। 

8/9

কত ক্ষতি হয়েছে জিজ্ঞাসা করলে, চোখের জলে দিশাহারা তাঁরা।     

9/9