কিডনি স্টোন থেকে বাঁচতে এড়িয়ে চলুন এই খাবারগুলি

| Jun 10, 2019, 16:09 PM IST
1/8

মুলো শাক

মুলো শাক

আপনার পরিবারে যদি কিডনি স্টোনের ইতিহাস থেকে থাকে, তাহলে অক্সালেট যুক্ত খাবার এড়িয়ে চলুন। যেমন, মুলো শাকে প্রচুর পরিমাণে অক্সালেট রয়েছে।

2/8

অতিরিক্ত ক্যাফেইন

অতিরিক্ত ক্যাফেইন

কফি, চা বা সোডা অতিরিক্ত পরিমাণে খেলে কিডনিতে মাত্রাতিরিক্ত চাপ পড়ে। সে ক্ষেত্রে ইউরিনে ক্যালসিয়ামের পরিমাণ বেড়ে গিয়ে কিডনি স্টোনের ঝুঁকি বেড়ে যেতে পারে।

3/8

রেড মিট

রেড মিট

অতিরিক্ত পরিমাণে রেড মিট খেলে কিডনি স্টোন-সহ কিডনির নানা সমস্যা দেখা দিতে পারে। রেড মিট খেলে শরীরে ইউরিক অ্যাসিডের পরিমাণও বেড়ে যায় যা কিডনির পক্ষে অত্যন্ত ক্ষতিকর।

4/8

কৃত্রিম চিনি

কৃত্রিম চিনি

চিনি খেলে ওজন বেড়ে যেতে পারে, এই ভয়ে অনেকেই ক্যালরি কমাতে খাবারের সঙ্গে কৃত্রিম চিনি খান। একই কারণে অনেকেই ডায়েট সোডাও খান। এতে কিডনি স্টোনের আশঙ্কা অনেকটাই বেড়ে যায়।

5/8

অতিরিক্ত নুন

অতিরিক্ত নুন

শরীরে ফ্লুইডের সঠির মাত্রা ধরে রাখতে ডায়েটে সোডিয়াম থাকা প্রয়োজন। তবে খাবারে অতিরিক্ত মাত্রায় নুন খাওয়া কিডনি স্টোনের ঝুঁকি বাড়িয়ে দিতে পারে।

6/8

কার্বনেটেড ড্রিঙ্ক

কার্বনেটেড ড্রিঙ্ক

এনার্জি ড্রিঙ্ক, সোডা, সিন্থেটিক জুস অতিরিক্ত পরিমাণে খেলে কিডনির সমস্যা দেখা দিতে পারে।

7/8

প্রসেসড খাবার

প্রসেসড খাবার

সয় রাইস, চিপ্‌স বা যে কোনও প্রসেসড খাবার অতিরিক্ত পরিমাণে খেলে কিডনি ও লিভারের কার্যকারিতা কমে যায়। ফলে কিডনি স্টোনের আশঙ্কা বেড়ে যায়।

8/8

দুগ্ধজাত খাবার

দুগ্ধজাত খাবার

ক্যালসিয়ামে ভরপুর দুগ্ধজাত খাবার আমাদের হাড় মজবুত করতে সাহায্য করে। কিন্তু কিডনির সমস্যা থাকলে এগুলিকেই এড়িয়ে চলা জরুরি।