EXPLAINED | Border Gavaskar Trophy: জোড়া চমকে আগুনে স্কোয়াড অস্ট্রেলিয়ার, পারথে রোহিতদের অ্যাসিড টেস্ট নেবেন কারা?
Australia announce surprise picks in Perth Test squad: পারথ টেস্টের দল বেছে নিল অস্ট্রেলিয়া। পারথে রোহিতদের অ্যাসিড টেস্ট নেবেন এই ১৩ মুখ!
1/5
পারথ টেস্টের দল ঘোষণা অস্ট্রেলিয়ার
ভারত আগেই আসন্ন বর্ডার-গাভাসকর ট্রফির দল ঘোষণা করে দিয়েছিল। এবার অস্ট্রেলিয়া জানিয়ে দিল কোন কোন আগ্নেয়াস্ত্র নিয়ে তারা নামছে প্রথম টেস্টে। ১৯৯১-৯২ সালের পর এই প্রথম বর্ডার-গাভাসকর ট্রফিতে পাঁচ টেস্টের সিরিজ হচ্ছে। এর সঙ্গেই ফিরেছে গোলাপি টেস্ট। আগামী ২২ নভেম্বর পারথের অপটাস স্টেডিয়ামে প্রথম টেস্ট। রবিবার অর্থাত্ আজ দল মহাযুদ্ধের ১৩ সদস্য়ের আগুনে স্কোয়াড ঘোষণা করল অস্ট্রেলিয়া। দলে রয়েছে জোড়া চমক। অভিষেক করতে চলেছেন ওপেনার নাথান ম্যাকসুইনি । সীমিত ওভারের ক্রিকেটে পরিচিত মুখ জোশ ইংলিসকেও রাখা হয়েছে দলে। উইকেটকিপার-ব্যাটার হিসেবে ইংলিস নিজের ছাপ রেখেছেন।
2/5
পারথ টেস্টে অস্ট্রেলিয়ার দল
অস্ট্রেলিয়ার টেস্ট দল: প্যাট কামিন্স (অধিনায়ক), স্কট বোল্যান্ড, আলেক্স ক্যারে, জোশ হ্য়াজেলউড, ট্র্যাভিস হেড, জোশ ইংলিস, উসমান খোয়াজা, মার্নাস লাবুশানে, ন্য়াথান লিয়ঁ, মিচেল মার্শ, নাথান ম্যাকসুইনি, স্টিভ স্মিথ ও মিচেল স্টার্ক। ম্যাকসুইনি ও ইংলিস বাদে দলে কোনও চমক নেই। পারথের গতিতে ভরা পিচের কথা মাথায় রেখেই স্কট বোল্যান্ডের অন্তর্ভুক্তি।
photos
TRENDING NOW
3/5
ভারতের টেস্ট দল
4/5
বিজিটি-তে ভারতের ট্র্যাক রেকর্ড
5/5
ভারত-নিউ জিল্যান্ড
এক-দুই নয় পাক্কা ১২ বছর পর ঘরের মাঠে টেস্ট সিরিজ হারল ভারত। এখানেই শেষ নয়, ২৪ বছর পর ঘরের মাঠে চুনকাম হতে হয়েছে টিম ইন্ডিয়াকে। এই মুহূর্তে ভারতীয় ক্রিকেটে চর্চায় নিউ জিল্যান্ডের বিরুদ্ধে ভারতের ৩-০ ব্যবধানে সিরিজ হার। অনেকের মতেই এবার ভারত ডনের দেশে গিয়ে গো হারা হেরে আসবে। দেখা যাক রোহিত শর্মারা কী করতে পারেন!
photos