atum 1.0: দেখতে ক্লাসিক, ১০০ কিমি চালাতে খরচ ৭টাকা, বাজার কাঁপাচ্ছে Atum 1.0

Mar 07, 2021, 19:58 PM IST
1/7

নিজস্ব প্রতিবেদন: পেট্রোল-ডিজেলের মূল্যবৃদ্ধিতে ত্রাহি ত্রাহি অবস্থা! একশো ছুঁইছুঁই পেট্রোল। দেশের বিভিন্ন প্রান্তে শতরান করেও ফেলেছে। বিকল্প কী? সেই খোঁজই দিল Atumobile প্রাইভেট লিমিটেডের নতুন ই-যান।   

2/7

Atum 1.0 বাজারে এনেছে Atumobile। ১০০ কিলোমিটার গাড়ি চালাতে খরচ পড়বে মাত্র ৭টাকা।    

3/7

Atum 1.0 তৈরি করেছে হায়দরবাদের স্টার্টআপ সংস্থা  Atumobile প্রাইভেট লিমিটেড। সংস্থার দাবি, পরিবেশ দূষণের মোকাবিলায় তাদের এই উদ্যোগ। 

4/7

মাত্র ৪ ঘণ্টায় পুরো ব্যাটারি চার্জ হয় ই-যানের। সংস্থার দাবি, ফুল ব্যাটারি চার্জে ১০০ কিলোমিটার চলতে সক্ষম Atum 1.0। খরচ পড়ে মাত্র ৭ থেকে ৮ টাকা।   

5/7

atumobile.co পোর্টালের মাধ্যমে ই-বাইক বুক করা যাবে। লঞ্চ হওয়ার পর ৪০০-র বেশি বুকিং হয়ে গিয়েছে। সংস্থার দাবি, শীঘ্রই শুরু হবে ডেলিভারি।   

6/7

ইলেকট্রিক বাইক Atum 1.0 -র দামও সাধ্যের মধ্যে। মাত্র ৫০,০০০ টাকা। দেখতেও বেশি ক্লাসিক। আরামদায়ক সিট, ডিজিটাল ডিসপ্লে ও এলইডি হেডলাইট রয়েছে ই-বাইকে। 

7/7

ই-বাইকের বাজারে Atum 1.0 -র প্রতিদ্বন্দ্বী RV400 বাইক। মোবাইলের সঙ্গে কানেক্ট করতে পারবেন বাইকটি। রাস্তায় অ্যাপ স্টেশনে ব্যাটারি বদলের সুবিধাও রয়েছে।