বিকেলের ঝড়-বৃষ্টিতে দহন থেকে সাময়িক স্বস্তি তিন জেলায়

May 28, 2019, 18:17 PM IST
1/6

ফের কালবৈশাখীর সম্ভাবনা। ইতিমধ্যেই শুরু হয়ে গিয়েছে বৃষ্টি। এই মূহুর্তে ঝড়-বৃষ্টি শুরু হয়েছে মুর্শিদাবাদ ও বীরভূম জেলায়।   

2/6

কিছুক্ষণের মধ্যেই প্রবল ঝড়-বৃষ্টি শুরু হবে নদিয়ার তেহট্ট, পলাশি এবং নাকাশিপাড়ায়। ঝড়-বৃষ্টি হতে পারে পশ্চিম মেদিনীপুরের ঝাড়গ্রামেও।

3/6

ভাগ্য সুপ্রসন্ন থাকলে রাতে দক্ষিণবঙ্গে বিক্ষিপ্ত ঝড়-বৃষ্টির সম্ভাবনা রয়েছে। তবে কোথায় কোথায় বৃষ্টি হবে তা এখনই তা বলা যাচ্ছে না। মেঘের সঞ্চার হওয়ার পরই ঝড়-বৃষ্টির গতিপথ বোঝা যাবে।

4/6

অন্যদিকে আগামিকাল ও পরশু দক্ষিণবঙ্গে ঝড়-বৃষ্টির সম্ভাবনা কম। ৩১ মে থেকে দক্ষিণবঙ্গে ঝড়-বৃষ্টির সম্ভাবনা বাড়বে। 

5/6

উত্তরবঙ্গে তরাই ও ডুয়ার্সে রোজই ঝড়-বৃষ্টির কারণে তাপমাত্রা কমবে। জানা যাচ্ছে, স্বাভাবিক সময়ে আন্দামানে পৌঁছালেও পিছিয়ে পড়েছে বর্ষা। নির্ধারিত সময়ের অনেক পরেই আসবে বর্ষা। কবে ভারতীয় মূল ভখন্ডে প্রবেশ করবে তা নিয়ে আশঙ্কা তৈরি হয়েছে। 

6/6

এর ফলে আগামী অন্তত দু সপ্তাহ কালবৈশাখীর ওপরই ভরসা করতে হবে। সাধারণত ৮ জুন দক্ষিণবঙ্গে বর্ষা ঢোকে। তবে পরিস্থিত এমন থাকলে জুনের প্রথম থেকে প্রাক বর্ষার বৃষ্টি শুরু হতে পারে।