ত্রিপুরায় 'সরকার' বদলের পর অমিতের পঞ্চবাণ

Mar 03, 2018, 17:51 PM IST
1/5

modi shah

জয়ের পর নরেন্দ্র মোদীকে কৃতিত্ব দিলেন সেনাপতি অমিত শাহ। বললেন, এটা প্রধানমন্ত্রীর অ্যাক্ট ইস্ট নীতির সাফল্য। নরেন্দ্র মোদীর উপরে ভরসা করেছেন উত্তর-পূর্বের মানুষ। মোরারাজি দেশাইয়ের পর নরেন্দ্র মোদীই শিলংয়ে উত্তর-পূর্ব পরিষদের বৈঠক করেছেন। বর্তমানে প্রতি ১৫ দিন অন্তর উত্তর-পূর্বে কেন্দ্রীয় মন্ত্রীরা যাচ্ছেন, যা আগে ভাবাই যেত না।

জয়ের পর নরেন্দ্র মোদীকে কৃতিত্ব দিলেন সেনাপতি অমিত শাহ। বললেন, এটা প্রধানমন্ত্রীর অ্যাক্ট ইস্ট নীতির সাফল্য। নরেন্দ্র মোদীর উপরে ভরসা করেছেন উত্তর-পূর্বের মানুষ। মোরারাজি দেশাইয়ের পর নরেন্দ্র মোদীই শিলংয়ে উত্তর-পূর্ব পরিষদের বৈঠক করেছেন। বর্তমানে প্রতি ১৫ দিন অন্তর উত্তর-পূর্বে কেন্দ্রীয় মন্ত্রীরা যাচ্ছেন, যা আগে ভাবাই যেত না।  

2/5

left amit

বামেদের হঠানোর পর অমিতের খোঁচা, দেশের কোনও এলাকার জন্যই লেফট আর রাইট নয়, নির্বাচনে এটাই প্রমাণিত হল।

বামেদের হঠানোর পর অমিতের খোঁচা, দেশের কোনও এলাকার জন্যই লেফট আর রাইট নয়, নির্বাচনে এটাই প্রমাণিত হল।  

3/5

tripura

ত্রিপুরা বিজয়ের পর অমিতের হুঙ্কার, ওডিশা, পশ্চিমবঙ্গ ও কেরলে ক্ষমতায় আসলেই বিজেপির স্বর্ণযুগ শুরু হবে।

ত্রিপুরা বিজয়ের পর অমিতের হুঙ্কার, ওডিশা, পশ্চিমবঙ্গ ও কেরলে ক্ষমতায় আসলেই বিজেপির স্বর্ণযুগ শুরু হবে। 

4/5

Amit rahul

রাহুল গান্ধীকে কটাক্ষ করে এদিন অমিত বলেন, আমি হোয়াটসঅ্যাপে মেসেজ পেয়েছি যে ইতালিতে নির্বাচন রয়েছে।

রাহুল গান্ধীকে কটাক্ষ করে এদিন অমিত বলেন, আমি হোয়াটসঅ্যাপে মেসেজ পেয়েছি যে ইতালিতে নির্বাচন রয়েছে।  

5/5

Amit is confidant

প্রত্যয়ী অমিত শাহ জানান, এতদিন আমাদের হিন্দি বলয়ের পার্টি বলা হত। এখন লাদাখে আমাদের সাংসদ রয়েছেন। কোহিমায় সরকার গঠন করেছি আমরা। কেরলেও জনপ্রতিনিধি রয়েছেন। বিজেপি এখন সব অর্থেই জাতীয় দল।

প্রত্যয়ী অমিত শাহ জানান, এতদিন আমাদের হিন্দি বলয়ের পার্টি বলা হত। এখন লাদাখে আমাদের সাংসদ রয়েছেন। কোহিমায় সরকার গঠন করেছি আমরা। কেরলেও জনপ্রতিনিধি রয়েছেন। বিজেপি এখন সব অর্থেই জাতীয় দল।