By-election Result: বিজেপি মাত্র ৩, দেশজুড়ে উপনির্বাচনে জয়জয়কার ইন্ডিয়া জোটেরই!

Assembly By-poll result: লোকসভা ভোটে আড়াইশোর গন্ডি পেরতে না পারার পর বিধানসভা উপনির্বাচনেও বেকায়দায় বিজেপি। অস্বস্তি বাড়ল গেরুয়া শিবিরের।

Jul 13, 2024, 19:05 PM IST
1/6

জয়জয়কার ইন্ডিয়া জোটের

জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: দেশজুড়ে উপনির্বাচনে জয়জয়কার ইন্ডিয়া জোটেরই! ৭ রাজ্যের ১৩ কেন্দ্রে বিধানসভা উপনির্বাচন।  

2/6

জয়জয়কার ইন্ডিয়া জোটের

সেখানে এখনও পর্যন্ত ইন্ডিয়া জোটের দখলে ১০ টি আসন। বিহারের রুপাউলিতে জয়ী নির্দল প্রার্থী শংকর সিং।   

3/6

জয়জয়কার ইন্ডিয়া জোটের

একমাত্র হিমাচল প্রদেশের হামিরপুরে জয়ী বিজেপির আশিস শর্মা। ওদিকে মধ্যপ্রদেশের দুটি আসনে এগিয়ে বিজেপি।  

4/6

জয়জয়কার ইন্ডিয়া জোটের

ওদিকে হিমাচল প্রদেশের দেহরাতে কংগ্রেসের কমলেশ ঠাকুর, নালাগড়ে কংগ্রেসের হরদীপ সিং বাওয়া, পাঞ্জাবের জলন্ধর পশ্চিমে আপের মোহিন্দর ভগত জয়ী।   

5/6

জয়জয়কার ইন্ডিয়া জোটের

উত্তরাখণ্ডের বদ্রীনাথেও কংগ্রেসের লাখপত সিং বুটোলা, মঙ্গলাউরে কংগ্রেসের কাজি মহম্মদ নিজামউদ্দিন জয়ী।   

6/6

জয়জয়কার ইন্ডিয়া জোটের

এদিকে বাংলায় সবুজ ঝড়। রায়গঞ্জে জয়ী কৃষ্ণ কল্যাণী, রানাঘাট দক্ষিণে জয়ী মুকুটমণি অধিকারী, বাগদায় জয়ী মধুপর্ণা ঠাকুর ও মানিকতলায় জয়ী সুপ্তি পান্ডে। সবাই তৃণমূলের।