মাছ বিক্রেতাকে বাঁচাতে ট্রাক-তেলের ট্যাঙ্কারে মুখোমুখি সংঘর্ষ, আগুনে পুড়ে মৃত ৩

Jun 13, 2021, 14:41 PM IST
1/8

নিজস্ব প্রতিবেদন: বড়সড় দুর্ঘটনা আসানসোলের কাছে জাতীয় সড়কে। তেলের ট্যাঙ্কারের সঙ্গে মুখোমুখি ধাক্কা লাগে ট্রাকের।

2/8

ধাক্কা লাগার পরই আগুন ধরে যায় ট্যাঙ্কার ও ট্রাকে। দুর্ঘটনার কবলে পড়ে ঘটনাস্থলে মারা যান তিনজন। 

3/8

ট্যাঙ্কারের চালক ও খালাসি সম্ভবত নিজেকে বাঁচিয়ে পালাতে সক্ষম হয়েছেন। আসানসোল দুর্গাপুর পুলিস কমিশনারেট এর ডিসি ট্রাফিক আনন্দ রায় জানিয়েছেন, দুই নম্বর জাতীয় সড়কের উপরে কাল্লা মোরে এ দুর্ঘটনাটি ঘটেছে।   পুলিস ও দমকল বাহিনী দ্রুত ঘটনাস্থলে পৌঁছে আগুন নেভানোর কাজ শুরু করে। হাত লাগান স্থানীয়রাও। 

4/8

 পুলিস ঘটনাস্থলে পৌঁছে দেখে, জলন্ত ট্রাকের মধ্যেই আটকে রয়েছেন একজন। স্থানীয় সূত্রে জানা যায়, দুই মাছ বিক্রেতা মাছ নিয়ে জাতীয় সড়ক পারাপার করছিলেন।

5/8

 সে সময় ট্যাঙ্কার ও ট্রাক দুজনেই ব্রেক কষে রাস্তা পারাপার করা মাছ বিক্রেতাদের বাঁচানোর চেষ্টা করলে নিয়ন্ত্রণ  হারিয়ে মুখোমুখি ধাক্কা লাগে।

6/8

তেলের ট্যাঙ্কার থাকার দরুন, ধাক্কা লাগার পর  দাউ দাউ করে জ্বলতে থাকে আগুন। এই দুর্ঘটনার কবলে পরে ওই দুজন মাছ বিক্রেতাও।  

7/8

আশঙ্কাজনক অবস্থায়  তাদের আসানসোল জেলা হাসপাতালে নিয়ে যাওয়া হয়। এরপর চিকিৎসকরা তাদের মধ্যে একজনকে মৃত ঘোষণা করেন। 

8/8

আরেকজনকে পর্যবেক্ষণে রাখা হয়েছে।  তার অবস্থা ভালো নয়। ট্রাকের মধ্যেই মৃত অবস্থায় পাওয়া যায় বাকিদের।