ফিফাতে বিরাট দায়িত্ব নিয়ে ফুটবলে ফিরলেন আর্সেন ওয়েঙ্গার

Nov 14, 2019, 12:59 PM IST
1/5

গত বছর আর্সেনাল কোচের পদ থেকে সরে দাঁড়ানোর পর আর কোনও ক্লাবের দায়িত্ব নেননি আর্সেন ওয়েঙ্গার। ফের ফুটবলেই ফিরলেন তিনি।  

2/5

কোচ নয়, ওয়েঙ্গারকে দেখা যাবে ফিফার কর্মকর্তা হিসেবে। গ্লোবাল ফুটবল ডেভেলপমেন্টের প্রধান হিসেবে ওয়েঙ্গারকে নিযুক্ত করল ফিফা।  

3/5

৭০ বছর বয়সী ওয়েঙ্গার পুরুষ ও মহিলা ফুটবলের উন্নয়ন নিয়ে কাজ করবেন। সেখানে থাকবে কোচিং, অনুশীলন সহ নানা ধরনের কাজ করবেন। বিশ্বের সব ফুটবল অ্যাসোসিয়েশনের সঙ্গে আলাদাভাবে কাজ করবে ওয়েঙ্গারের নেতৃত্বে গঠিত দল।

4/5

ফিফার টেকনিকাল স্টাডি গ্রুপকে নিয়েও কাজ করবেন আর্সেন ওয়েঙ্গার। ফিফা বিশ্বকাপের টেকনিকাল ব্যাপারে গবেষণা করবেন তাঁরা।  

5/5

ফিফায় নতুন দায়িত্ব নিয়ে ওয়েঙ্গার জানান, "ফুটবলের উন্নতির জন্য ফিফা নিরন্তর কাজ করে চলেছে। আমার মনে হয়, এই ব্যাপারে আমি ফিফাকে সাহায্য করতে পারব। নতুন দায়িত্ব পালনের জন্য আমি মুখিয়ে আছি।"