Arpita Mukherjee: অর্পিতার মায়ের মৃত্যু, নিয়োগকাণ্ডে ধৃত পার্থর বান্ধবীকে ২ দিনের প্যারোলে মুক্তি...

অর্ণবাংশু নিয়োগী: গ্রেফতারির দু'বছর অতিক্রান্ত। পার্থ এবং অর্পিতা দুজনেই জেলে বন্দি। অর্পিতার মা'য়ের পারলৌকিক কাজে যোগদানের জন্য প্যারোল মঞ্জুর করা হয়েছে।

Nov 21, 2024, 13:33 PM IST
1/5

অর্পিতা জেলে বন্দি

Arpita is in jail

নিয়োগ দুর্নীতি মামলায় ধৃত অর্পিতা মুখোপাধ্যায় ২৩ জুলাই ২০২২ সালে গ্রেফতার হয়েছিলেন। পুলিস হেফাজত কাটিয়ে সেই বছরের আগস্ট মাস থেকেই অর্পিতা জেলে বন্দি। (তথ্য এবং সূত্র- অর্ণবাংশু নিয়োগী)

2/5

মায়ের মৃত্যু

death of mother

মায়ের মৃত্যুর কারণে বিশেষ আদালত বৃহস্পতিবার অর্পিতাকে দু'দিনের জন্য প্যারোল মুক্তির নির্দেশ দিয়েছে।  (তথ্য এবং সূত্র- অর্ণবাংশু নিয়োগী)

3/5

অর্পিতার আবাসন

Arpita's residence

২০২২ সালে অর্পিতার টালিগঞ্জের আবাসন থেকে ২১ কোটি ৯০ লক্ষ টাকা উদ্ধার করেছিল ইডি। সঙ্গে উদ্ধার হয়েছিল বিদেশি মুদ্রা সহ সোনার গয়নাও।  (তথ্য এবং সূত্র- অর্ণবাংশু নিয়োগী)

4/5

ইডি হানা

ED

পরবর্তীতে  ২৭ জুলাই অর্পিতার আরও দুটি আবাসনে ইডি হানা দেয়। সেখান থেকেও উদ্ধার হয়েছে ২৭ কোটি ৯০ লক্ষ টাকা। (তথ্য এবং সূত্র- অর্ণবাংশু নিয়োগী)

5/5

দু'বছর অতিক্রান্ত

Two years have passed

গ্রেফতারির দু'বছর অতিক্রান্ত। পার্থ এবং অর্পিতা দুজনেই জেলে বন্দি। অর্পিতার মা'য়ের পারলৌকিক কাজে যোগদানের জন্য প্যারোল মঞ্জুর করা হয়েছে।  বৃহস্পতিবার ব্যাঙ্কশাল বিশেষ আদালতে প্যারোলের জন্য আবেদন করা হয়। আদালত দু'দিনের জন্য তার প্যারোলের মুক্তি মঞ্জুর করে। (তথ্য এবং সূত্র- অর্ণবাংশু নিয়োগী)