পাটনা-কলকাতা বাসে বন দফতরের হানা, চোরাশিকারীদের কাণ্ড দেখে থ কর্তারা

Dec 01, 2020, 17:03 PM IST
1/5

মৌপিয়া নন্দী : পাটনা-কলকাতার একটি বাসে হানা দিয়ে চোখ কপালে উঠল বন দফতরের কর্মীদের। ৩০০টি টিয়া ও ২০টি ময়না পাখি উদ্ধার করলেন বন দফতরের কর্মীরা।

2/5

দুর্গাপুরে এনএইচ-২-তে টোল গেটের সামনে দুপুর তিনটে নাগাদ পাখিগুলিকে উদ্ধার করেন বন দফতরের কর্মীরা।

3/5

বর্ধমান ও দুর্গাপুর ডিভিশনের কর্মীরা যৌথভাবে অভিযান চালিয়েছিলেন। 

4/5

বাসের ড্রাইভার ও থালাসিকে আটক করেছে পুলিস। তাঁদের জেরা চলছে। 

5/5

বিহার, ঝাড়খণ্ড থেকে পাখিগুলিকে আনা হচ্ছিল। চোরাশিকার ও বেআইনি পথে পাখি পাচারের একের পর এক ঘটনা সামনে আসায় উদ্বিগ্ন বন দফতরের আধিকারিকরা।