অর্ণব গোস্বামীর জামিনের আর্জি খারিজ আদালতের, ১৪ দিনের বিচারবিভাগীয় হেফাজত

Nov 05, 2020, 00:04 AM IST
1/5

নিজস্ব প্রতিবেদন: আত্মহত্যায় প্ররোচনা মামলায় গ্রেফতার সর্বভারতীয় টিভি চ্যানেলের  কর্ণধার অর্ণব গোস্বামীর জামিনের আর্জি খারিজ করল আদালত।   

2/5

১৮ নভেম্বর পর্যন্ত অর্থাৎ ১৪ দিনের অর্ণব গোস্বামীকে বিচারবিভাগীয় হেফাজতের নির্দেশ দিয়েছে আলিবাগের আদালত।   

3/5

আগামিকাল, বৃহস্পতিবার হাইকোর্ট ও সুপ্রিম কোর্টের দ্বারস্থ হতে চলেছেন অর্ণব গোস্বামী।      

4/5

এ দিন সকালে অর্ণবকে গ্রেফতার করে মুম্বই পুলিস। জিজ্ঞাসাবাদের জন্য তাঁকে রায়গড়ে নিয়ে যাওয়া হয়। বুধবার সকালে তাঁর বাড়িতে হাজির হন মুম্বই পুলিসের কর্তারা। ২০১৮ সালে আত্মঘাতী হন  মা ও ছেলে। সুইসাইড নোটে লেখা ছিল অর্ণব গোস্বামী ও আরও দুজন প্রাপ্য টাকা দেননি। সেকারণেই তাঁরা আত্মঘাতী হয়েছেন। সেবছরই আত্মহত্যায় প্ররোচনার অভিযোগে মামলা দায়ের হয়। 

5/5

তবে ২০১৯ সালে মামলাটি বন্ধ হয়ে যায়। চলতি বছরের মে মাসে ফের মামলার তদন্ত শুরু করে মুম্বই পুলিস।