ডুয়ার্সে Arijit Singh, অনুরাগীদের সঙ্গে লেন্সবন্দি গায়ক

Feb 10, 2021, 21:25 PM IST
1/6

বলিউডের জনপ্রিয় গায়কদের মধ্যে অন্যতম। তবে লাইমলাইটে থাকতে কোনও দিনই পছন্দ করেন না তিনি। ছিমছাম, সিধেসাধা জীবনই পছন্দ অরিজিৎ সিংয়ের। 

2/6

  সম্প্রতি পরিবারের সঙ্গে ডুয়ার্স উড়ে গিয়েছিলেন গায়ক অরিজিৎ সিং। 

3/6

জানা যাচ্ছে, মঙ্গলবার নিজের পরিবারের সঙ্গে ডুয়ার্সের সামসিং-এর কাছে  সুনতালেখোলায় দেখা যায় অরিজিৎ সিংকে।

4/6

মঙ্গলবার ডুয়ার্স ঘুরে বুধবার দুপুরে বাগডোগরা হয়ে ফের মুম্বই ফিরে যান জনপ্রিয় গায়ক। 

5/6

চোখের সামনে যখন প্রিয় গায়ক, তখন কি আর ছবি না তুলে থাকা যায়। অরিজিৎ সিং করে পেয়ে তাঁর সঙ্গে নিজেদের লেন্সবন্দি করলেন অনুরাগীরা। 

6/6

ডুয়ার্সে এক অনুরাগীর সঙ্গে গায়ক অরিজিৎ সিং।