RUN FOR FRESH AIR: রবিবার শহরে ম্যারাথনের উদ্যোগ নিল অ্যাপেলো হাসপাতাল
Feb 07, 2020, 22:24 PM IST
1/5
নিজস্ব প্রতিবেদন: বিশুদ্ধ হাওয়ার জন্য দৌড়। শহরের বাতাসে ক্রমশ মিশছে কার্বন ডাই মনোক্সাইড। সুস্থ থাকার জন্য সকালের বিশুদ্ধ হাওয়া আমাদের জীবনকে নতুন দিশা দেখাতে পারে। RUN FOR FRESH AIR-এক অভিনব ম্যারাথনের আয়োজন করল অ্যাপেলো হাসপাতাল।
2/5
এটি ম্যারাথনের প্রথম সংস্করণ। রবিবার সকালে রেড রোড থেকে শুরু হবে হাফ ম্যারাথন। সকাল সাড়ে ৬টায় ফ্ল্যাগ অফ। ২১, ১০ আর তিন-এই তিনটে ক্যাটাগরিতে ভাগ করা হয়েছে এই ম্যারাথন।
photos
TRENDING NOW
3/5
ম্যারাথনে অংশ নেবেন সাংসদ নুসরত জাহান। থাকবেন অভিনেতা প্রসেনজিত চ্যাটার্জি ও ঋতাভরী চক্রবর্তী।
4/5
ম্যারাথন প্রসঙ্গে অ্যাপলো হাসপাতালের ভাইস প্রেসিডেন্ট ডক্টর জয় বসু জানান,শহরের বাতাসে দূষিত হাওয়া মিশে বিষিয়ে গেছে। প্রায় প্রতিদিনই ফুসফুসের সমস্যা নিয়ে হাসপাতালে ভর্তি হচ্ছেন মানুষজন।
5/5
বিশুদ্ধ হাওয়া পেতে ম্যারাথনের মাধ্যমে তারা একটা গণজাগরন তৈরি করতে চান বলে জানিয়েছেন জয় বসু।