ইডির হেফাজতে আপাতত দিল্লিই ঠিকানা অনুব্রত মণ্ডলের। প্রতিদিন জিজ্ঞাসাবাদ করা হচ্ছে তাঁকে। তবে হিন্দি বলতে পারেন না তিনি তাই দোর্দণ্ড প্রতাপ তৃণমূল নেতার জন্য বাঙালি অফিসারের ব্যবস্থাও রয়েছে। আপ্যায়নেোও ত্রুটি রাখছেন না অফিসাররা।
সকালের খাবারে থাকছে টোস্ট এবং চা। সূত্রের খবর, ইডি-র নিজস্ব ক্যান্টিনে বাঙালি খাবার পাওয়া যায় না। কিন্তু কেষ্ট-র যাতে কোনও অসুবিধা না হয়, তা নিশ্চিত করতে বাইরে থেকে খাবারের ব্যবস্থা করছেন ইডি আধিকারিকরা।
4/6
অনুব্রত মণ্ডল
কোর্টে এসে আবার খিদে পায় অনুব্রতর। তার আইনজীবী বিচারককে আবেদন করেন মক্কেলের জন্য কোনও কিছু খাবারের ব্যবস্থা তিনি করতে পারবেন কিনা!
5/6
অনুব্রত মণ্ডল
বিচারক বলেন, ইডির তরফ থেকে খাবারের ব্যবস্থা করতে হবে। এদিন তাই অনুব্রতর জন্য এল বার্গার।
6/6
অনুব্রত মণ্ডল
রাউস এভিনিউ কোর্টের CCD ক্যান্টিন থেকে ম্যাকডি-র বার্গার এবং সুগার ফ্রি কোল্ড কফি এনে অনুব্রতকে দেওয়া হয়েছে।