চার নম্বরে কেন নামতে চেয়েছিলেন, কারণ জানালেন আন্দ্রে রাসেল

Apr 20, 2019, 11:56 AM IST
1/5

চার নম্বরে কেন নামতে চেয়েছিলেন, কারণ জানালেন আন্দ্রে রাসেল

চার নম্বরে কেন নামতে চেয়েছিলেন, কারণ জানালেন আন্দ্রে রাসেল

চার নম্বরে ব্যাট করতে চেয়েছিলেন তিনি। তা হলে বেঙ্গালুরুর বিরুদ্ধে হয়তো পরিস্থিতি অন্যরকম হতে পারত। এমনই মনে করেন মাসল ম্যান আন্দ্রে রাসেল। 

2/5

চার নম্বরে কেন নামতে চেয়েছিলেন, কারণ জানালেন আন্দ্রে রাসেল

চার নম্বরে কেন নামতে চেয়েছিলেন, কারণ জানালেন আন্দ্রে রাসেল

২১৪ রানের লক্ষ্যমাত্রা তাড়া করতে নেমেছিল কলকাতা। শুরু থেকেই স্লো ইনিংস খেলতে থাকেন কলকাতার ব্যাটসম্যানরা। শেষ পর্যন্ত তাই নীতিশ রানা ও আন্দ্রে রাসেলের লড়াইও কাজে লাগল না। ম্যাচটা ১০ রানে হারতে হল কলকাতাকে। 

3/5

চার নম্বরে কেন নামতে চেয়েছিলেন, কারণ জানালেন আন্দ্রে রাসেল

চার নম্বরে কেন নামতে চেয়েছিলেন, কারণ জানালেন আন্দ্রে রাসেল

আন্দ্রে রাসেল ম্যাচ শেষে বলে গেলেন, পরিস্থিতি বুঝে অনেক সময় ব্যাটিং অর্ডারে পরিবর্তন আনা উচিত। চার নম্বরে আমি নামলে পরিস্থিতি অন্যরকম হতে পারত। আমি যখন নামলাম তখন জেতার জন্য প্রতি ওভারে ১৫-১৬ রান করে প্রয়োজন ছিল। এমন চাপ নিয়ে ব্যাটিং করাটা সহজ নয়। মাঝের ওভারগুলোতে আমাদের ব্যাটসম্যানরা স্লো ইনিংস খেলল। 

4/5

চার নম্বরে কেন নামতে চেয়েছিলেন, কারণ জানালেন আন্দ্রে রাসেল

চার নম্বরে কেন নামতে চেয়েছিলেন, কারণ জানালেন আন্দ্রে রাসেল

রাসেল আরও বলছিলেন, আমি চার ওভারে ব্যাট করতে নামলে ওরা আমাকে আগে আউট করতে চাইত। যার জন্য বিরাট কোহলি ওর সেরা বোলিং অস্ত্রদের দিয়ে বোলিং করাত। এর ফলে স্টেইন বা অন্য ভাল বোলারদের নির্ধারিত ওভার শেষ হয়ে যেত। আমরা শেষের দিকে সুবিধা পেতে পারতাম। 

5/5

চার নম্বরে কেন নামতে চেয়েছিলেন, কারণ জানালেন আন্দ্রে রাসেল

চার নম্বরে কেন নামতে চেয়েছিলেন, কারণ জানালেন আন্দ্রে রাসেল

১০ রানে হারের আফসোস যাচ্ছে না রাসেলের। তিনি বললেন, টি-২০ ক্রিকেট এক ওভারে ম্যাচের মোড় ঘুরে যেতে পারে। এই ম্যাচের পর আত্মবিশ্বাস আরও বেড়ে গেল। আমরা যে কোন পরিস্থিতি থেকে ম্যাচ ঘোরাতে পারি। এটা বোধ হয় অনেকে বুঝেছে। আউট হওয়ার ভয় আমি পাই না। তাই হাত খুলে খেলতে পারি। দলের প্রয়োজনে আমি সব সময় সেরাটা দিতে  পারি।