পাখির চোখ 'একুশের বাংলা', সংগঠন গোছাতে কলকাতায় অমিত শাহ
Nov 04, 2020, 22:38 PM IST
1/6
নিজস্ব প্রতিবেদন: বাংলার মাটিতে পা রাখলেন অমিত শাহ। সন্ধেয় কলকাতা বিমান বন্দরে তাঁকে স্বাগত জানালেন বিজেপি কর্মী-সমর্থকরা। থাকল বাংলার লোকসংস্কৃতির এক টুকরো ছোঁয়াও।
2/6
কলকাতা বিমানবন্দরে শাহকে স্বাগত জানাতে হাজির ছিলেন মুকুল রায়, রাহুল সিনহা, দিলীপ ও কৈলাস বর্গীয়-সহ রাজ্য নেতারা।
photos
TRENDING NOW
3/6
বিমানবন্দরে হাজির হন পটাশপুরে নিহত মদন ঘড়ুইয়ের পরিবারও। এয়ারপোর্টের বাইরে অপেক্ষায় ছিলেন প্রচুর বিজেপি কর্মী সমর্থক। ছিল ব্যান্ড-তাসা।
4/6
আগামিকাল, বৃহস্পতিবার কপ্টারে যাবেন বাঁকুড়ায়। সেখানে বীরসা মুন্ডার মূর্তিতে মাল্যদান করবেন শাহ। তারপর রবীন্দ্রভবনে সাংগঠনিক বৈঠক। সেখান থেকে চতুরদিহি গ্রামে যাবেন। ওই গ্রামে এক আদিবাসীর বাড়িতে সারবেন মধ্যাহ্নের ভোজ।
5/6
৬ নভেম্বর সকালে দক্ষিণেশ্বর কালী মন্দিরে পুজো দেবেন অমিত শাহ। সকালে সল্টলেকের ইজেডসিসি-তে দলীয় বৈঠক। দুপুরের আহার গৌরাঙ্গনগরে এক মতুয়া বাড়িতে।
6/6
বছর ঘুরলেই বিধানসভার ভোট। তার আগে রাজ্যের সংগঠন খতিয়ে দেখতে আসছেন অমিত শাহ। নিজেই পর্যালোচনা করবেন। তার ভিত্তিতেই তৈরি হবে আগামীর রণনীতি।