Ami O Apu: পর্দায় ফিরল অপু-দুর্গা, ছবির প্রিমিয়ারে তারকারা

Mar 14, 2022, 19:15 PM IST
1/6

প্রিমিয়ার শো

Premiere Show

নিজস্ব প্রতিবেদন: মুক্তি পেল সুমন মৈত্রের ছবি আমি ও অপু।'দশমী' ছবি মুক্তির দীর্ঘদিন পর সুমন তৈরি করেছেন এই ছবি।   

2/6

প্রিমিয়ার শো

Premiere Show

পল্লবী চট্টোপাধ্যায়,দেবাশীষ মিত্র,রতন সাহা,শতদীপ সাহা নিবেদিত এই ছবিটি বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের উপন্যাস পথের পাঁচালী অবলম্বনে তৈরী হয়েছে আমি ও অপু।   

3/6

প্রিমিয়ার শো

Premiere Show

ছবিতে অভিনয় করছেন ইশান রানা,প্রকৃতি পূজারী,আনন্দ এস চৌধুরী,সুশীল শিকারিয়া,ধ্রুব দেবনাথ,সৌমিত্র ঘোষ,অশোক গাঙ্গুলি, পার্থ মুখোপাধ্যায়,অমৃতা হালদার,প্রদীপ বিশ্বাস, আরাত্রিকা গুহ সহ অন্যান্যরা।   

4/6

প্রিমিয়ার শো

Premiere Show

ছবির প্রিমিয়ারে উপস্থিত ছিলেন সমস্ত কলাকূশলীরা। উপস্থিত ছিলেন অভিনেত্রী পায়েল সরকার, রুপ্সা মুখোপাধ্যায়, রনজয় বিষ্ণু প্রমুখ।  

5/6

প্রিমিয়ার শো

Premiere Show

নিশ্চিন্দিপুরের বাসিন্দা অপু ও দুর্গা। দুই ভাইবোনের টকমিষ্টি সম্পর্ক ফুটে উঠেছে এই ছবিতে। সাদা কালো ফ্রেমে তৈরি এই ছবি।  

6/6

প্রিমিয়ার শো

Premiere Show

অন্য ছবি গুলিতে যেমন দুর্গা মারা যাওয়ার পরে অপুর জীবন নিয়ে এগিয়েছে কাহিনী, কিন্তু এই ছবিতে অপু দুর্গার ছোটবেলার কাহিনীই উঠে আসবে।