নিরাপত্তায় ৬০,০০০ জওয়ান, জম্মু থেকে রওনা দিল অমরনাথ যাত্রীদের প্রথম দল

Jun 30, 2019, 10:41 AM IST
1/6

s 6

s 6

রবিবার জম্মু থেকে শুরু হল এবছরের অমরনাথ যাত্রা। জম্মু থেকে যাত্রার সূচনা করেন জম্মু ও কাশ্মীরের রাজ্যপাল সত্যপাল মালিকের উপদেষ্টা কে কে শর্মা।

2/6

S 5

S 5

যাত্রা শুরু হল বালতাল ও পহেলগাম রুটে।

3/6

S 4

S 4

যাত্রীদের নিরাপত্তায় এবার নিয়োগ করা হয়েছে ৬০,০০০ নিরাপত্তারক্ষী। এদের বেশিরভাগই সেনা, বিএসএফ, সিআরপিএফ জওয়ান ও রাজ্য পুলিস।

4/6

S 3

S 3

সিআরপিএফের আইজি রাজদীপ সহায় জানিয়েছেন, এবার অমরনাথ যাত্রীদের নিরাপত্তায় উন্নত প্রযুক্তির ব্যবস্থা করা হয়েছে। প্রতিটি যানবাহনে রেডিও ফ্রিকোয়েন্সি আইডেন্টিফিকেশন ট্যাগ লাগানো হয়েছে। এর ফলে প্রতিটি গাড়ির অবস্থান জানা যাবে।

5/6

S 2

S 2

রবিবার জম্মুর ভগবতী নগর ক্যাম্প থেকে যাত্রা করেন ২২৩৪ তীর্থযাত্রী। এদের মধ্যে বালতাল রুটে যাবেন ১০০৬ যাত্রী, পহেলগাম রুটে যাবেন ১২৪৮ যাত্রী।

6/6

s 1

s 1

বর্ষা এসে গিয়েছে। ফলে আবহাওয়ার খবর প্রতি ঘণ্টায় খবর যাত্রীদের দেওয়া হচ্ছে।