বিশ্ববিদ্যালের ছাত্রের আবেদনে সাড়া দিল আদালত, যোগীর রাজ্যে বন্ধ হুক্কা বার

Sep 02, 2020, 13:54 PM IST
1/5

লখনউ বিশ্ববিদ্যালয়ে আইন নিয়ে পড়াশোনা করা ছাত্র হরগোবিন্দ হাই কোর্টে আবেদন করেছিলেন, অবিলম্বে যেন রাজ্যের সমস্ত হুক্কা বার বন্ধের নির্দেশিকা জারি হয়। কারণ হুক্কা বার থেকে করোনা সংক্রমণ ভয়াবহ আকার নেওয়ার সম্ভাবনা তৈরি হচ্ছে। 

2/5

ছাত্রের সেই আবেদন গুরুত্ব দিয়ে বিবেচনা করেছে এলাহাবাদ হাই কোর্ট। আদালত যোগী আদিত্যনাথের রাজ্যের সমস্ত হুক্কা বার আপাতত বন্ধ রাখার নির্দেশ দিয়েছে। 

3/5

আদালতের নির্দেশ, কোনও রেস্তোরাঁ বা ক্যাফে-র আড়ালে হুক্কা বার খোলা রাখা চলবে না। ৩০ সেপ্টেম্বর পর্যন্ত উত্তর প্রদেশের সমসত হুক্কা বার বন্ধ রাখার নির্দেশ জারি হয়েছে। 

4/5

৩০ সেপ্টেম্বরের পর আদালত পরিস্থিতি পর্যালোচনা করে দেখবে। সব জেলার আধিকারিকদের পরিস্থিতির উপর নজর রাখত বলেছে আদালত। কোথাও কোনও হুক্কা বার খোলা থাকলে কড়া পদক্ষেপ নেওয়ার কথাও বলা হয়েছে। 

5/5

আদালত জানিয়ছে, লকডাউন সত্ত্বেও দাবানলের মতো ছড়াচ্ছে করোনা। বার খোলা থাকলে একসঙ্গে অনেকে মিলে হুক্কা সেবন করবেন। তা ছাড়া একই হুকোর পাইপে মুখ লাগিয়ে অনেকে তামাক সেবন করবেন। ফলে সংক্রমণের সম্ভাবনা কয়েক গুণ বেড়ে যেতে পারে।