প্রস্তুতি শেষ, মার্কিন মুলুক পাড়ি দিচ্ছে কুমারটুলিতে তৈরি দুর্গামূর্তি

Sep 16, 2020, 23:51 PM IST
1/5

অয়ন ঘোষাল: দেখতে একেবারে কষ্ঠিপাথরের মূর্তির মতো। তবে এই মূর্তি একেবারেই কষ্ঠিপাথরের নয়। বরং বহুগুন হালকা।   

2/5

ফাইবারের তৈরি এই মূর্তি। উচ্চতা পাঁচ ফুট। ওজন মাত্র ৮৩ কেজি। কুমারটুলির শিল্পী রাজু পালের এই মূর্তি আজ রওনা দেবে মার্কিন যুক্তরাষ্ট্রের ওয়াসিংটনে।   

3/5

পৌঁছবে ভারতীয় সময় আগামীকাল রাত সাড়ে দশটা নাগাদ।   

4/5

অর্থাৎ শাস্ত্রমতে মলমাস শুরু হওয়ার আগেই, দেবীপক্ষের প্রথম দিনে মার্কিন যুক্তরাষ্ট্রের প্রবাসী বাঙালিরা কাছে পাবেন মাকে।   

5/5

জানানো হয়েছে, মার্কিং মুলুকে পৌঁছে আপাতত কাঠের প্যাকিং বক্সে থাকবেন মা। তাকে জনসমক্ষে আনা হবে দুর্গাপঞ্চমীর দিন বিকেলে।