৩২এ পা, দিদি শাহিন ভাটের জন্মদিন সেলিব্রেট করলেন আলিয়া

Nov 28, 2020, 21:35 PM IST
1/6

২৮ নভেম্বর ৩২ এ পা দিলেন আলিয়ার দিদি তথা লেখিকা শাহিন ভাট। 

2/6

মা সোনি রাজদানের সঙ্গে মিলে দিদি শাহিনের জন্মদিন সেলিব্রেট করলেন আলিয়া। তবে দেখা গেল না মহেশ ভাটকে।

3/6

শাহিনের জন্মদিন সেলিব্রেশনের আগে বান্দ্রার বাড়ির সামনে পাপারাৎজির ক্যামেরাবন্দী হলেন আলিয়া ও শাহিন।

4/6

এদিন আলিয়াকে দেখা গেল গ্রিন শর্ট ড্রেসে। আর শাহিনকে দেখা গেল ক্যাজুয়াল প্যান্ট আর টপে।

5/6

মেয়ে শাহিনকে জন্মদিনের শুভেচ্ছা জানানোর সঙ্গে সোশ্যাল মিডিয়ায় তাঁর ছোটবেলার ছবি শেয়ার করেছেন মা সোনি রাজদান।

6/6

শাহিন ভাটের জন্মদিন সেলিব্রেশনের বেশকিছু ছবি উঠে এসেছেন আলিয়ার ইনস্টাগ্রাম স্টোরিতে।