শাহরুখের 'মন্নত'-এর ছবি তো দেখেছেন, অক্ষয়-টুইঙ্কল-এর বাড়িটিও কিছু কম সুন্দর নয়

Apr 09, 2020, 19:18 PM IST
1/22

শাহরুখ খানের 'মন্নত'-এর ছবি তো দেখেছেন অনেকেই। তবে মুম্বইয়ে অক্ষয়-টুইঙ্কল-এর বাড়িও কিছু কম সুন্দর নয়।

2/22

অক্ষয়-টুইঙ্কল-এর সমুদ্র সৈকত সংলগ্ন ডুপ্লেক্সটি নিজের হাতে সাজিয়েছেন টুইঙ্কল। 

3/22

বাড়ির শোবার ঘর থেকে বৈঠকখানা সবই সুন্দর করে সাজানো। 

4/22

অক্ষয়-টুইঙ্কল-এর বাড়িতে রয়েছে গ্রন্থাগার।

5/22

অক্ষয়-টুইঙ্কল-এর বাড়ির বৈঠকখানা।

6/22

বাড়ির খাবার টেবিলের জায়গাটা এভাবেই সাজানো।

7/22

বাড়ির সামনে রয়েছে বিশাল বাগান।

8/22

টুইঙ্কেলের লেখালেখির জন্য রয়েছে বিশেষ জায়গা।

9/22

বাড়ির বাগানে টুইঙ্কল।

10/22

বৈঠক খানা থেকে দেখা যাচ্ছে বাড়ির বাগান। সেখানে মেয়ের সঙ্গে বসে থাকতে দেখা যাচ্ছে অক্ষয়কে।

11/22

অক্ষয়-টুইঙ্কল-এর বাড়ির গ্রন্থাগার।

12/22

সদ্য পা ভেঙে গিয়েছে টুইঙ্কেলের। তাই বেশিরভাগ সময় বসেই কাটছে অক্ষয়পত্নীর।

13/22

অক্ষয়-টুইঙ্কেলের বাড়ির বৈঠকখানা।

14/22

বাড়ির বাগানে টুইঙ্কল খান্না।

15/22

অক্ষয়-টুইঙ্কেলের বাড়ির বাগান।

16/22

নানান রকম জিনিস দিয়ে এভাবেই সাজানো অক্ষয়-টুইঙ্কেলের বাড়ি। 

17/22

টুইঙ্কলের বাড়িতে রয়েছে আম গাছ। ঠিক যেমনটি তাঁর বাবা রাজেশ খান্নার বাড়ি আশীর্বাদ-এ রয়েছে। টুইঙ্কল-এর কথায় আমগাছের সঙ্গে তাঁর ছোটবেলা জড়িয়ে রয়েছে। তাই তিনি যে বাড়িতেই থাকবেন, সেখানে আম গাছ থাকা চাই।

18/22

দোতলায় রয়েছে শোবার ঘর। 

19/22

অক্ষয়-টুইঙ্কল-এর বাড়ির একতলায় রয়েছে বসার ঘর, রান্নাঘর, হোম থিয়েটার, বাগান।

20/22

অক্ষয়-টুইঙ্কল-এর শোবার ঘর থেকেই দেখা যায় সমুদ্র। 

21/22

বাড়ির বিভিন্ন প্রান্ত বুদ্ধমূর্তি দিয়ে সাজানো।

22/22

বাড়ির বৈঠকখানায় রয়েছে আবু জানি, সন্দীপ খোসলার ডিজাইন করা টেবিল।