Aishwarya Dhanush: বিচ্ছেদের পর বারংবার অসুস্থ ধনুষের স্ত্রী ঐশ্বর্য, ফের ভর্তি হাসপাতালে

| Mar 07, 2022, 16:41 PM IST
1/6

হাসপাতালে ঐশ্বর্য

In hospital

নিজস্ব প্রতিবেদন: সম্প্রতি বিবাহ বিচ্ছেদ ঘোষণা করেছিলেন ধনুষ ও ঐশ্বর্য রজনীকান্ত। বিচ্ছেদের পরেই কোভিড আক্রান্ত হন ঐশ্বর্য।   

2/6

হাসপাতালে ঐশ্বর্য

In hospital

কোভিড নিয়ে হাসপাতালে ভর্তি হয়েছিলেন ঐশ্বর্য। এরপর করোনামুক্ত হন পরিচালক।   

3/6

হাসপাতালে ঐশ্বর্য

In hospital

ফের সোমবার হাসপাতালে ভর্তি হয়েছেন ঐশ্বর্য। কোভিডের পর আবারও জ্বরে আক্রান্ত তিনি। সঙ্গে রয়েছে ভার্টিগো।   

4/6

হাসপাতালে ঐশ্বর্য

In hospital

হায়দ্রাবাদের এক হাসপাতালে ভর্তি রয়েছেন তিনি।   

5/6

হাসপাতালে ঐশ্বর্য

In hospital

এদিন তাঁর ডাক্তার প্রীতিকা চারির সঙ্গে কয়েকটি ছবি শেয়ার করেন ঐশ্বর্য।   

6/6

হাসপাতালে ঐশ্বর্য

In hospital

ক্যাপশনে ঐশ্বর্য লেখেন, কোভিডের আগে ও পরে জীবন বদলে গেছে। হাসপাতালে বসে ডাঃ প্রীতিকার সঙ্গে সময় কাটিয়ে ভালো লাগছে তাঁর।