Bridge Collapse: কতটা নিম্নমানের সামগ্রী? একদিনে আরও ৩টি... বিহারে ১৫ দিনে ভেঙে পড়ল ৯ সেতু!

Bihar Bridge Collapse: বিহারে একের পর এক সেতু বিপর্যয়। নীতীশ কুমার সরকারকে তুলোধনা লালুপুত্র তেজস্বীর।

Jul 04, 2024, 12:54 PM IST
1/5

বিহারে সেতু বিপর্যয়

Bihar Bridge Collapse

জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: ফের সেতু ভেঙে পড়ল বিহারে। বুধবার একসঙ্গে ৩টি সেতু ভেঙে পড়ে বিহারে। 

2/5

বিহারে সেতু বিপর্যয়

Bihar Bridge Collapse

অতিরিক্ত বৃষ্টির জেরেই এই সেতু ভেঙে পড়ে বিহারে। এই নিয়ে গত ১৫ দিনে ৯ সেতু ভেঙে পড়ল বিহারে। 

3/5

বিহারে সেতু বিপর্যয়

Bihar Bridge Collapse

জানা গিয়েছে, গতকাল সরণ ও সিওয়ান জেলায় যে ৩টি সেতু ভেঙে পড়ে, সেগুলি প্রায় ৩০ থেকে ৮০ বছর আগে স্থানীয় কর্তৃপক্ষরাই তৈরি হয়েছিল।  

4/5

বিহারে সেতু বিপর্যয়

Bihar Bridge Collapse

তবে সেতু ভেঙে কোনও প্রাণহানির খবর পাওয়া যায়নি। সেতু ভেঙে পড়ার ঘটনায় লালু পুত্র তথা আরজেডি নেতা তেজস্বী যাদব মুখ্যমন্ত্রী নীতীশ কুমারকে নিশানা করেছেন।

5/5

বিহারে সেতু বিপর্যয়

Bihar Bridge Collapse

ওদিকে সেতু ভেঙে পড়ার ঘটনায় মুখ্যমন্ত্রী নীতীশ কুমার বিহারের সড়ক নির্মাণ ও গ্রামীণ কাজ দফতরকে অবিলম্বে রাজ্যের পুরনো সেতুগুলোর স্বাস্থ্য় সমীক্ষার নির্দেশ দিয়েছেন।