শত্রু, সমালোচকদের মুখে ছাই! নরেন্দ্র মোদীর জন্য ভারতে এল বিলাসবহুল Air India One
Oct 03, 2020, 17:32 PM IST
1/5
দুনিয়ার সব থেকে সুরক্ষিত ও বিলাসবহুল বিমানগুলির মধ্য একটি Air India One. আর এবার সেই বিমান ভারতে এল। দেশের প্রধানমন্ত্রী, রাষ্ট্রপতি, উপ রাষ্ট্রপতি সফর করবেন এই বিমানে।
2/5
রাফালের মতো শক্তিশালী যুুদ্ধ বিমানের পর Air India One এবার এল ভারতে। দেশের শত্রু, সমালোচকদের মুখে পড়ল ছাই।
photos
TRENDING NOW
3/5
টেক্সাস থেকে দিল্লিতে আনার পরই রাফালের মতো Air India One বিমানেরও পুজো করা হল। এই বিমানের দাম ৮৪৫৮ কোটি টাকা।
4/5
এই বিমানে সুরক্ষা সুনিশ্চিত করার জন্য আরও ৫০০ কোটি টাকা অতিরিক্ত খরচ করা হয়েছে। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এই বিমানে সফর করেন।
5/5
Air India One ওড়াবেন এয়ার ফোর্স-এর পাইলট। তবে এই বিমানের সার্ভিসিং ও মেইনটেনেন্স-এর দায়িত্বে থাকবে এয়ার ইন্ডিয়র ইঞ্জিনিয়ারিং সার্ভিসেস লিমিটেড। একটানা ১৭ ঘণ্টা এই বিমান আকাশে উড়তে পারবে। আকাশেই জ্বালনি ভরার সুবিধা রয়েছে। ৯০০ কিমি প্রতি ঘণ্টা এই বিমানের সর্বোচ্চ গতি।