Agnipath Scheme Protest: কোন কোন সেক্টরে নিয়োগ করা হবে 'অগ্নিবীর'দের? দেখে নিন তালিকা

Jun 18, 2022, 18:16 PM IST
1/7

প্রতিরক্ষার ঘোষণা

Agnipath Scheme 1

নিজস্ব প্রতিবেদন: অগ্নিপথ' বিক্ষোভের (Agnipath Scheme Protest) জেরে দেশের বিভিন্ন রাজ্যে বিক্ষোভ। শনিবার তিন সেনার প্রধানের সঙ্গে বৈঠকে বসেন প্রতিরক্ষা মন্ত্রী রাজনাথ সিং। এরপর বড় ঘোষণা করেন তিনি।  

2/7

'অগ্নিবীর'দের জন্য প্রতিরক্ষা মন্ত্রকে ১০ শতাংশ সংরক্ষণ

Agnipath Scheme 2

কেন্দ্রের তরফে জানা গিয়েছে, 'অগ্নিবীর'দের (Agniveers) জন্য প্রতিরক্ষা মন্ত্রকে ১০ শতাংশ পদ সংরক্ষিত থাকবে। এছাড়া তাঁদের আরও ৬টি মন্ত্রকে নিয়োগ করা হবে। অসামরিক বিমান পরিবহন, অসামরিক প্রতিরক্ষা, উপকূলরক্ষী বাহিনী-সহ ১৬টি প্রতিরক্ষা সংস্থাতেও তাঁদের নিয়োগ করা হবে। প্রতিরক্ষা মন্ত্রক বাদে অন্যত্র ১০ থেকে ২৫ শতাংশ সংরক্ষণের ব্যবস্থা থাকবে।

3/7

কোথায় চাকরি?

Agnipath Scheme 3

মেয়াদ উত্তীর্ণ হওয়ার পর 'অগ্নিবীর'দের (Agniveers) নিয়োগ করা হবে ১৬টি ডিফেন্স পাবলিক সেক্টরে। তালিকায় রয়েছে, হিন্দুস্থান এরোনউটিক্স লিমিটেড (HAL), ভারত ইলেক্ট্রনিক্স লিমিটেড (BEL)।

4/7

কোথায় চাকরি?

Agnipath Scheme 4

তালিকায় রয়েছে: ভারত আর্থ মুভারস লিমিটেড (BEML), ভারত ডায়নামিক্স লিমিটেড (BDL)। গার্ডেন রিচ শিপবিল্ডার্স অ্যান্ড ইঞ্জেনিয়ার্স লিমিটেড (GRSE)

5/7

কোথায় চাকরি?

Agnipath Scheme 5

তালিকায় রয়েছে: গোয়া শিপইয়ার্ড লিমিটেড (GSL), হিন্দুস্থান শিপইয়ার্ড লিমিটেড (HSL), মাজাগন ডক শিপবিল্ডার্স (MDL), মিশ্রা ধাতু নিগম লিমিটেড। আর্মউড ভেহিকেল নিগম লিমিটেড (AVNL)  

6/7

কোথায় চাকরি?

Agnipath Scheme 6

তালিকায় রয়েছে: অ্যাডভান্স ওয়েপন অ্যান্ড ইকুইপমেন্ট ইন্ডিয়া লিমিটেড (AW&EIL), মিউনিশনস ইন্ডিয়া লিমিটেড (MIL), ইয়াত্রা ইন্ডিয়া লিমিটেড (YIL)

7/7

কোথায় চাকরি?

Agnipath Scheme 7

তালিকায় রয়েছে: গিল্ডার্স ইন্ডিয়া লিমিটেড (GIL), ইন্ডিয়া অপটেল লিমিটেড (IOL) এবং ট্রুপ কমফোর্ট লিমিটেড (TCL)।