LOC-তে বিস্ফোরণে পা খুইয়ে, আর্মি ব্লেড রানার আনন্দন এবার প্যারাঅলিম্পিকে পদক জয়ের লক্ষ্যে

| Oct 30, 2019, 10:45 AM IST
1/5

২০০৮ সালে জম্মু ও কাশ্মীরের লাইন অফ কন্ট্রোলে ল্যান্ডমাইন বিস্ফোরণে বাঁ পা উড়ে গিয়েছিল আনন্দন গুনসেখরনের।

2/5

বাঁ পা হারিয়েও অসম্ভব মনের জোরকে সম্বল করে সামনের দিকে তাকিয়েছেন তিনি। আর তারপরেই নিজেকে ধীরে ধীরে করে তুলেছেন ব্লেড রানার।

3/5

৩২ বছর বয়সী আনন্দন চিনের উহানে ওয়ার্ল্ড মিলিয়ারি গেমসে ১০০, ২০০ এবং ৪০০ মিটার দৌড়ে সোনা জিতে নিয়েছেন।

4/5

ওয়ার্ল্ড মিলিয়ারি গেমসে সোনা জেতার পর এবার ২০২০ সালে টোকিও প্যারাঅলিম্পিকে অংশ নিতে চান আনন্দন।

5/5

টোকিও প্যারাঅলিম্পিকের জন্য ২০২০ সালে মে মাসে ২০০ মিটারের ট্রায়ালে নামবেন তিনি।