মধ্যরাতেই ১১৫ জন যাত্রী নিয়ে শিয়ালদার উদ্দেশে রওনা দিল ক্যানিং লোকাল

Nov 11, 2020, 12:34 PM IST
1/5

আজ ভোর থেকে চালু হয়েছে লোকাল। তবে অনেকেই গন্তব্যে যাওয়ার জন্য ট্রেনে উঠতে পারেননি। ক্যানিং স্টেশনের কাউন্টারে টিকিটের জন্য দাঁড়িয়ে কয়েক হাজার মানুষ। দুটি কাউন্টার খুলে টিকিট দেওয়া শুরু হয়েছে।  

2/5

ভোর ৩.৫-এ ক্যানিংয়ের এক নম্বর প্ল্যাটফর্ম থেকে গড়াল ট্রেনের চাকা। ১১৫ জন যাত্রী নিয়ে শিয়ালদার উদ্দেশে রওনা দেয় ক্যানিং লোকাল।   

3/5

এই এলাকা থেকে অনেক মহিলা পরিচারিকার কাজ করতে কলকাতায় যান। লকডাউনে কাজ গিয়েছে তাঁদের। কাজের সন্ধানে ট্রেনে চড়ে কলকাতায় রওনা দেন তাঁরা।   

4/5

ছুটছে লোকাল। খুশি ট্রেনের নিত্যযাত্রীরা। তবু শঙ্কা যাচ্ছে না। অফিস টাইমে আদৌ কি কোভিড বিধি মেনে যাতায়াত করা যাবে? সন্দিহান তাঁরা।   

5/5

সাত মাস পর ছুটছে লোকাল। স্বস্তি ফিরেছে যাত্রীদের মধ্যে। এতদিন যেভাবে কাঠখড় পুহিয়ে অফিস যাতায়াত করতে হত, তাতে এবার ইতি। যাত্রীদের একটাই দাবি, বাড়ানো হোক ট্রেনের সংখ্যা। তবেই হয়ত সামাজিক দূরত্ব মানা যাবে।