মা-বাবার পাশেই থাকবেন, আদিত্য নারায়ণের নতুন ফ্ল্যাটের দাম কত জানেন!

Dec 09, 2020, 14:56 PM IST
1/5

১ ডিসেম্বর বিয়ের পিঁড়িতে বসেন আদিত্য নারায়ণ। প্রায় ১০ বছর সম্পর্কের পর বান্ধবী শ্বেতা আগরওয়ালের সঙ্গে সাতপাকে বাঁধা পড়েন আদিত্য। আদিত্য-শ্বেতার বিয়ের পরদিনই বসে তাঁদের রিসেপশন। কোভিড পরিস্থিতিতে ঘনিষ্ঠদের নিয়ে অনুষ্ঠান হলেও, তাতে জাঁকজমের বহর ছিল বেশ 

2/5

আদিত্যা-শ্বেতা কবে মধুচন্দ্রিমার জন্য রওনা দেবেন! এমন প্রশ্নের উত্তরে আদিত্য জানান, ডিসেম্বরের মাঝের দিকে তাঁরা বেড়াতে বের হবেন। যতদিন না পর্যন্ত তাঁর নতুন ফ্ল্যাট সাজানো হয়, ততদিন তাঁরা বাড়িতে থেকেই হোম হানিমুন করবেন বলে জানান উদিত-পুত্র 

3/5

জানা যাচ্ছে, মুম্বইয়ের অন্ধেরিতে ৫ বিএইচকে ফ্ল্যাট নতুন কিনেছেন আদিত্য নারায়ণ। বিয়ের পর জানা যায়, ওই ফ্ল্যাটের দাম ৪ কোটি। যা শুনে হেসে ফলেন আদিত্য। তিনি জানান, নতুন ফ্ল্যাটের দাম নিয়ে যে খবর প্রকাশ্যে এসেছে, তা ঠিক নয়। তাঁর নতুন ফল্যাটের দাম ১০ কোটির বেশি। 

4/5

এসবে পাশাপাশি আদিত্য আরও জানান, অন্ধেরিতে বাবা-মায়ের ফ্ল্যাটের পাশেই তিনি তাঁ নতুন ফ্ল্যাট কিনেছেন। একদম ছোট্ট বয়স থেকে তিনি কাজ করছেন। ফলে বিলাসবহুল ফ্ল্যাট কেনার ক্ষমতা তাঁর রয়েছে। সংবাদমাধ্যম কেন তাঁর নতুন ফ্ল্যাটের দাম এত কম করে প্রকাশ করল, তা নিয়ে প্রশ্ন তোলেন আদিত্য 

5/5

প্রসঙ্গত বিয়ের পর এবার তাঁর স্ত্রী শ্বেতা ফের নতুন করে কেরিয়ার শুরু করবেন বলে জানান আদিত্য। তবে শ্বেতা ফের অভিনয়ে ফিরবেন কি না, সে বিষয়ে উদিত-পুত্র কিছু জানাননি