Solanki Roy : কোমরে ট্যাটু, শাড়ি ছেড়ে বোল্ড লুকে ছোটপর্দার 'খড়ি'

| Oct 30, 2022, 15:00 PM IST
1/6

শাড়ি ছেড়ে বোল্ড লুকে 'খড়ি'

টেলিভিশনের পর্দায় গাঁটছড়ার খড়িকে শাড়িতেই দেখতে অভ্যস্ত টেলিভিশনের দর্শক। তবে ভোল পাল্টে এবার একেবারে বোল্ড লুকে ধরা দিলেন খড়ি। যা দেখে নেটপাড়ায় শোরগোল পড়ে গিয়েছে।

2/6

নজর কাড়ছে কোমরের ট্য়াটু

শোলাঙ্কি রায় যে ছবি শেয়ার করেছেন, তাতে তাঁকে নীল ফেদার স্কার্ট, আর হল্টারনেট টপে দেখা গিয়েছে। নজর কাড়ছে কোমরে আঁকা ট্যাটু।  

3/6

পোশাকের সঙ্গে মিলিয়ে চুলে বেনী করেছেন শোলাঙ্কি রায়। পরেছেন সঙ্গে মানানসই সিলভার গয়না। মুখের মেকআপে বেশ উজ্জ্বল দেখাচ্ছে শোলাঙ্কিকে। 

4/6

'ইন আঁখো কি মস্তি'

 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

A post shared by Solanki Roy (@srbrishti.19)

গোটা ফটোশ্যুটে বেশ আবেদনময়ী হয়ে ধরা দিয়েছেন শোলাঙ্কি রায়। ফটোশ্যুটের ভিডিয়োর ব্যাকগ্রাউন্ডে বাজতে শোনা যাচ্ছে 'ইন আঁখো কি মস্তি' গানটি।

5/6

'ইচ্ছে নদী'

২০১৪ সালে বাংলা ধারাবাহিক 'কথা দিলাম'-এর হাত ধরে পথ চলা শুরু হয়েছিল শোলাঙ্কি রায়ের। এরপর ২০১৫ থেকে ২০১৭ পর্যন্ত চলা 'ইচ্ছে নদী' ধারাবাহিকের হাত ধরে পরিচিতি পান শোলাঙ্কি। 

6/6

বড় পর্দাতে শোলাঙ্কি

তবে শুধু ছোটপর্দা নয়, ইতিমধ্যেই শোলাঙ্কি পা রেখে ফেলেছেন বড় পর্দাতেও। যীশু সেনগুপ্তের বিপরীতে 'বাবা বেবি ও' ধারাবাহিকের হাত ধরে বড় পর্দাতেও পা রেখে ফেলেছেন শোলাঙ্কি রায়। এর আগেও একাধিক বোল্ড ফটোশ্যুটে দেখা গিয়েছে শোলাঙ্কিকে।