Anushka Sharma: বেলুড় মঠ-কালীঘাট থেকে সিঙারা-রসগোল্লা, কলকাতার প্রেমে অনুষ্কা

কলকাতায় ‘চাকদা এক্সপ্রেস’-র শ্যুট শেষ। শ্যুটিং শেষে কলকাতার প্রেমে হাবুডুবু খাচ্ছেন অনুষ্কা শর্মা। কলকাতায় এসে কী কী খেলেন আর কোথায় কোথায় ঘুরলেন, ছবিতে তুলে ধরলেন অভিনেত্রী।

Oct 30, 2022, 17:50 PM IST

জি ২৪ ঘন্টা ডিজিটাল ব্যুরো: কলকাতায় ‘চাকদা এক্সপ্রেস’-র শ্যুট শেষ। শ্যুটিং শেষে কলকাতার প্রেমে হাবুডুবু খাচ্ছেন অনুষ্কা শর্মা। কলকাতায় এসে কী কী খেলেন আর কোথায় কোথায় ঘুরলেন, ছবিতে তুলে ধরলেন অভিনেত্রী।

1/8

কলকাতার প্রেমে অনুষ্কা

শ্যুটিংয়ের মাঝেই বেলুড় মঠ গিয়েছিলেন অনুষ্কা। হলুদ রঙের সালোয়ার কামিজে গঙ্গাপাড়ে সূর্য নমস্কার করতে দেখা গেল নায়িকাকে। ছবি সৌজন্য- অনুষ্কা শর্মা ইনস্টাগ্রাম  

2/8

কলকাতার প্রেমে অনুষ্কা

কালীঘাটে আর একা নয়, অনুষ্কার কোলে দেখা গেল ভামিকাকে। সাদা নীল সালোয়ার কামিজে অভিনেত্রীকে দেখে চেনা দায়। ছবি সৌজন্য- অনুষ্কা শর্মা ইনস্টাগ্রাম  

3/8

কলকাতার প্রেমে অনুষ্কা

তবে শুধু ঘোরা নয়, জমিয়ে খাওয়া দাওয়াও করেছেন অনুষ্কা। আলিয়া থেকে খেয়েছেন ফিরনি। ছবি সৌজন্য- অনুষ্কা শর্মা ইনস্টাগ্রাম    

4/8

কলকাতার প্রেমে অনুষ্কা

কলকাতার জনপ্রিয় বলবন্ত সিং-য়ের দোকানের চা আর সিঙ্গারাও চেখে দেখেন তিনি। ছবি সৌজন্য- অনুষ্কা শর্মা ইনস্টাগ্রাম    

5/8

কলকাতার প্রেমে অনুষ্কা

কলকাতায় এসে রসগোল্লা খাবেন না, তা কী হয়! মিঠাইয়ের বেকড রসগোল্লাও খেলেন অনুষ্কা। ছবি সৌজন্য- অনুষ্কা শর্মা ইনস্টাগ্রাম    

6/8

কলকাতার প্রেমে অনুষ্কা

অনুষ্কার তালিকা দেখেই বোঝা যাচ্ছে, কয়েকদিন ডায়েটে বেশ রদবদল করেছিলেন তিনি। মিষ্টি খাওয়ার পাশাপাশি বাদ পড়েনি প্যারামাউন্টের সরবতও। ছবি সৌজন্য- অনুষ্কা শর্মা ইনস্টাগ্রাম    

7/8

কলকাতার প্রেমে অনুষ্কা

গিরিশ দের বিখ্যাত মালাই রোল খেয়ে ফিদা অনুষ্কা। ছবি সৌজন্য- অনুষ্কা শর্মা ইনস্টাগ্রাম    

8/8

কলকাতার প্রেমে অনুষ্কা

তবে শুধুই মিষ্টি নয়, পুটিরামের কচুরি আলুও চেখে দেখেছেন অনুষ্কা। নায়িকার পোস্ট দেখে অর্জুন কাপুর লিখেছেন, ‘কোনটা আগে খাবো!’ ইমোজি দিয়ে মৌনী বোঝালেন যে, এতো বাঙালি খাবার দেখে তাঁর জিভে জল। অন্যদিকে বিরাট কোহলি ভরিয়ে দিয়েছেন লাভ ইমোজিতে। রাজকুমার রাও লিখেছেন, ‘কলকাতা মিষ্টি আর সিঙ্গারা, সর্বকালের সেরা কম্বিনেশন।’ ছবি সৌজন্য- অনুষ্কা শর্মা ইনস্টাগ্রাম