বিয়ের পর প্রথম ছবি, স্বামী গৌতম কিচলুর সঙ্গে ভালবাসায় মগ্ন কাজল আগরওয়াল

Nov 02, 2020, 14:15 PM IST
1/6

বিয়ের পর এবার প্রকাশ্যে এল অভিনেত্রী কাজল আগরওয়ালের প্রথম ছবি

2/6

যেখানে হলুদ শাড়িতে এক্কেবারে মোহময়ী অবতারে দেখা যাচ্ছে দক্ষিণের জনপ্রিয় অভিনেত্রীকে। প্রসঙ্গত চলতি বছরের জুন মাসে যখন গৌতম কিচলুর সঙ্গে বাগদান পর্ব সারেন কাজল, বিয়ের পর সেই পুরনো ছবি শেয়ার করলেন অভিনেত্রী। তবে একান্ত নতুন আঙ্গিকে 

3/6

স্বামী কৌতম কিচলুর সঙ্গে দেখা যায় কাজলকে 

4/6

বিয়ের পর গৌতমের সঙ্গে এই প্রথম একান্ত অবসরের ছবি প্রকাশ করলেন কাজল 

5/6

নিজের সোলমেটের সঙ্গে সাতপাকে বাঁধা পড়লেন বলে বিয়ের পর জানান কাজল আগরওয়াল 

6/6

গায়ে হলুদ থেকে মেহন্দি, বিয়ের অনুষ্ঠানের সব ছবিতেই কাজল আগরওয়াল ভক্তদের মন কেড়ে নেন