ললিপপ যত বড়ই হোক না কেন...Jio-র কলচার্জের ঘোষণায় মোদীকে বিঁধলেন কংগ্রেস নেতা

Oct 10, 2019, 23:04 PM IST
1/5

নিজস্ব প্রতিবেদন: জিও থেকে অন্য নম্বরে কল করলে এবার থেকে প্রতি মিনিটে চার্জ লাগবে ৬ পয়সা। ট্রাইয়ের ইন্টারকানেক্ট ইউসেজ চার্জ নির্দেশিকার জেরে সিদ্ধান্ত নিয়েছে জিও। তবে জিও থেকে জিও নম্বরে কল করতে কোনও চার্জ লাগবে না। 

2/5

জিও-র কল চার্জ ধার্য করা নিয়ে মোদী সরকারকে টেনে কটাক্ষ করলেন কংগ্রেস নেতা অভিষেক মনু সিঙ্ঘভি। তাঁর কটাক্ষ, মোদী সরকারের সঙ্গে জিও-র মিল রয়েছে।

3/5

সিঙ্ঘভি টুইট করেছেন, গ্রাহকদের কাছ থেকে কলচার্জ নেওয়ার সিদ্ধান্ত নিয়েছে জিও। মনে রাখা দরকার, যত বড়ই ললিপপ দেওয়া হোক না কেন, কিন্তু শেষে বিনামূল্যের মধ্যাহ্নভোজন পাওয়া যাবে না। মোদী সরকারের সঙ্গে এই পরিস্থিতির মিল রয়েছে। 

4/5

জিও বিবৃতি দিয়ে জানিয়েছে, ট্রাইকে  ইন্টারকানেক্ট ইউসেজ চার্জ প্রত্যাহারের আর্জি জানানো হয়েছে। ৩১ ডিসেম্বরের মধ্যে তা উঠে যাবে বলে তারা আশা করছে। 

5/5

তবে ৯ অক্টোবরের মধ্যে যাঁরা রিচার্জ করিয়ে ফেলেছেন, তাঁদের আর নতুন করে টপআপ করতে হবে না। তাঁরা ফ্রি কলের সুবিধাই পাবেন। তবে নতুন রিচার্জের ক্ষেত্রে টপআপ ভরতে হবে।