Abhishek chatterjee-Jeet: 'ইসমার্ট জোড়ি'-র দশ দম্পতির মধ্যে ছিলেন অভিষেক-সংযুক্তা, মন ভারাক্রান্ত জিতের

| Mar 24, 2022, 19:36 PM IST
1/6

ইসমার্ট জোড়ি

Ismart Jodi

নিজস্ব প্রতিবেদন: ১০ জন তারকা দম্পতিকে নিয়ে জিতের নতুন শো ইসমার্ট জোড়ি।   

2/6

গেম শো

Game show

দম্পতিদের নিয়ে হবে নানা ধরনের গেম শো। সঞ্চালনায় সুপারস্টার জিৎ।   

3/6

দম্পতিরা

Couples

এই দম্পতিদের মধ্যে রয়েছেন রাজা-মধুবনী, সম্রাট-ময়না, বাদাম কাকু-কাকিমা সহ আরও অনেকে। সবার নাম এখনই বলতে নারাজ জিৎ।   

4/6

ভালোবাসার শো

Love Show

ভালোবাসা নিয়ে শো, তাই শোয়ে প্রতি মুহূর্তে তৈরি হচ্ছে সুন্দর সুন্দর মুহূর্ত।   

5/6

অভিষেক-সংযুক্তা

Abhishek-Sanjukta

বুধবার এই শোয়েরই শুটিং করছিলেন অভিষেক চট্টোপাধ্যায় ও তাঁর স্ত্রী সংযুক্তা চট্টোপাধ্যায়।   

6/6

মনখারাপের খবর

Abhishek Chatterjee Death

জিৎ বলেন, শুট করতে এসেও এদিন শুট করতে পারেননি অভিষেক। সেটেই মেডিক্যাল ব্যবস্থা নেওয়া হয়েছিল। এরপর বাড়ি চলে যান অভিষেক। আজ সকালে অভিষেক চট্টোপাধ্যায়ের প্রয়াণের ঘটনা শোনা পর থেকেই মন ভারাক্রান্ত জিতের।